নতুন এক গবেষণায় জানা গেছে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কম্পিউটারাইজড মেমোরি ট্রেনিং ও সংগীতের যন্ত্র প্রশিক্ষণের মতো বিভিন্ন অনুশীলন প্রচলিত। তবে বিজ্ঞানীরা বলছেন, এসব কার্যক্রমের চেয়ে নিজেকে স্মার্ট বানানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে যৌনকর্ম। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে বিজনেস ইনসাইডার।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ কোরিয়ার গবেষকদের গবেষণায় উঠে এসেছে, যৌনকর্ম প্রাণীদের মানসিক কর্মক্ষমতা বাড়ায় ও মস্তিষ্কের নিউরন উৎপাদন বৃদ্ধি করে। এ গবেষণা করা হয়েছে ইঁদুরের উপর।
গবেষণায় দেখা গেছে, মধ্যবয়স্ক যেসব ইঁদুর যৌনকর্ম করার সুযোগ পায়, সেগুলোর মস্তিষ্কে নতুন নিউরন উৎপাদিত হওয়ার গতি বৃদ্ধি পায়। নভেম্বর মাসে সিউলের কনকুক ইউনির্ভাসির গবেষণাতেও অনুরুপ তথ্য পাওয়া গেছে।
গবেষকরা জানিয়েছেন, যৌনকর্মের ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়লেও নকল যৌনকর্মে তা বাড়ে কিনা তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। ইউনিভার্সিটি অফ টেক্সাসের গবেষকরা জানিয়েছেন, পর্নোগ্রাফির মতো ‘নকল যৌনকর্ম’ অন্যান্য নেশার মতোই ক্ষতি করতে পারে।
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

