শজনে। লম্বা কাঠির মতো একটি ফল। এটির আদি নিবাস ভারতের পশ্চিমাঞ্চল ও পাকিস্তান হলেও বাংলাদেশের উত্তরাঞ্চলে এটি ‘হেজ’ হিসেবে এবং বাড়িঘরে সবজি হিসেবে ব্যবহৃত হয়। শজনে গাছ একটি মাঝারি আকৃতির বৃক্ষ। শজনে ফুল সাদা। শজনে ফল তো বটেই পুরো সজনা গাছটাই যেন পুষ্টিপ্রাপ্তির এক চমত্কার আধার। এমনকি শজনে বাকল, ফুল এবং শিকড় পর্যন্ত ব্যবহৃত হয় ঔষধি হিসেবে। শজনে বীজের তেল ও বাকল নানা ধরনের ওষুধ প্রস্তুতের কাজে ব্যবহৃত হয়। বীজের তেল পারফিউম ও কসমেটিক্সে ব্যবহৃত হয়।শরীরে রক্ত স্বল্পতায় উপকার দেয় শজনে। মানবদেহে রক্তের পরিমাণ কমে গেলে পানি দিয়ে শজনে ডাটা সেদ্ধ করে তার কস্ফাথ এবং ডাটা নিয়মিত চিবিয়ে খেলে রক্তস্বল্পতা দূর হয়। খাবার লবণ ব্লাড প্রেসার রোগীদের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু পটাসিয়াম লবণ কোন ক্ষতি করে না। শজনে ডাটায় সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে। কাজেই এতে ব্লাড প্রেসার নিয়ন্ত্রিত থাকে। বসন্ত প্রতিরোধে শজনে ডাটা এবং ফুল ভাজা বা তরকারি করে খেলে জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশংকা থাকে না। শজনে ফলের নির্যাস যকৃত ও প্লীহার অসুখে, ধনুষ্টংকার ও প্যারালাইসিসে উপকারী। সজনার ডাটা কৃমিনাশক ও জ্বরনাশক বলে দেশীয় ডাক্তাররা পক্ষাঘাত রোগে প্রয়োগ করেন। এটি রক্ত সংবহনতন্ত্রের ক্ষমতা বাড়ায়। উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। ১০০ গ্রাম শজনে প্রোটিন পাওয়া যায় ২.৫ গ্রাম, কার্বোহাইড্রেট ৩.৭ গ্রাম, ক্যালরি ২৬, ভিটামিন বি ৪২৩ মি. গ্রাম, ভিটামিন সি ১২০ মি. গ্রাম, ক্যালসিয়াম ৩০ মি. গ্রাম, ম্যাগনেসিয়াম ২৪ মি. গ্রাম, ফসফরাস ২৫৯ মি. গ্রাম, পটাসিয়াম ১১৬ মি. গ্রাম. আয়রন ৫.৩ মি. গ্রাম এবং সালফার ৩৭ মি. গ্রাম। তাছাড়া পর্যাপ্ত অ্যামাইনো এসিড তো রয়েছেই। সজনা ডাটার সঙ্গে অন্যান্য ফলের একটি পুষ্টি তালিকার তারতম্য দেখলেই আপনি বুঝতে পারবেন কেন শজনেকে খনিজ পদার্থের শক্তিঘর বলা হয়। দুধে এবং সজনা ডাটায় ক্যালসিয়ামের পরিমাণ যথাক্রমে ১২০ মি. গ্রাম এবং ৪৪০ মি. গ্রাম, কলায় পটাসিয়াম পাওয়া যায় ৮৮ মি. গ্রাম, তার তুলনায় শজনে পাবেন ২৫৯ মি. গ্রাম! কমলায় যেখানে ভিটামিন সি পাবেন ৩০ মি. গ্রাম, সেখানে সজনায় পাবেন ২২০ মি. গ্রাম! এমন তারতম্য রয়েছে আরও অনেক।
তাছাড়া অন্ধত্ব নিরাময়ে উপকার দেয় সজনা। অন্ধত্ব থেকে রক্ষা পেতে অপুষ্টির অভাব থেকে দূরে থাকতে Indian Royal Commonwealth Society for Blind ভিটামিন সমৃদ্ধ শজনে ও সজনা পাতা খাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও ব্লাড সুগার রোগটি নিয়ন্ত্রণে রাখে সজনার পুষ্টি। কারণ এতে আছে ডায়াটিরি ফাইবার। তো আজই আপনি আপনার বাজার তালিকায় যোগ করে নিতে পারেন আশ্চর্যরকম উপকারী এই সবজিটিকে।

