আমাদের দৈনন্দিন জীবনে নারী-পুরুষ নির্বিশেষে সবারই চুল পড়া পরিচিত একটি সমস্যা। বিভিন্ন দেশে ও আবহাওয়ায় চুল পড়ার কারণ ভিন্ন। তবে চুল পড়া বন্ধ করা সম্ভব। প্রথমে চুল পড়ার পেছনে যে কারণটা রয়েছে, তা খুঁজে বের করতে হবে। মাথার ত্বকে ফ্যাট জমে যাওয়াই চুল পড়ার প্রধানতম কারণ। স্বাস্থ্য মোটা হয়ে যাওয়া, ভুঁড়ি হয়ে যাওয়া, ঘাড়ে, কোমরে, মেরুদন্ডে ব্যথা_ এসব কারণে মাথার ত্বকে ফ্যাট জমতে থাকে এবং এর ফলে প্রচুর চুল পড়ে।
চুলপড়া বন্ধ করতে হলে নিচের কয়েকটি নিয়ম মেনে চলুন আর সতেজ ও সুন্দর রাখুন আপনার চুল:
♣ প্রতিদিন বিকেলে ১ ঘণ্টা জোরে হাঁটলে এবং ঘরেই ফ্রি হ্যান্ড ব্যায়াম করলে মাথার ত্বকের ব্লাড সার্কুলেশন ও পানি প্রবাহ বৃদ্ধি পায় এবং স্কাল্পের স্বাভাবিক স্বাস্থ্য ফিরে আসে।
♣ প্রচুর পানি, শাকসবজি খাওয়া, মাছ, মাছের তেল, কাচকি মাছ, বাতাসি মাছ আলু দিয়ে, দেশীয় ফল যেমন_ আমড়া, কালোজাম, আমলকী, জাম্বুরা, কতবেল, কাঁঠাল, নাশপাতি, ডাবের পানি, দইয়ের লাচ্ছি ইত্যাদি খাওয়া স্বাস্থ্যকর চুলের জন্য উপকারী।
♣ সপ্তাহে ৩ দিন অলিভ অয়েল হালকা গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে। সকালে শ্যাম্পু। সপ্তাহে ২ দিন ভালো কোম্পানির কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে ১ দিন মেহেদির সঙ্গে টক দই মিশিয়ে গোসলের ২০ মিনিট আগে চুলের গোড়ায় লাগিয়ে রাখতে হবে। তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে রাখতে হবে। এতে চুলের গোড়ার ফ্যাটগুলো গলে যাবে এবং শতভাগ চুল পড়া বন্ধ হবে। চুল পড়া বন্ধ হলেই তা গজাতে থাকে।
♣ রাতে ঘুমানোর আগে মেডিটেশন অর্থাৎ লম্বা দম নিয়ে ধীরে ধীরে ছাড়া। ৩০ বার করতে হবে। অথবা ৪৫ মিনিট দ্রুত গল্পের বই পড়ে ঘুমাতে হবে। গল্পের বই পড়লে মাথার ত্বকে ব্লাড সার্কুলেশন ও পানি প্রবাহ বৃদ্ধি পায়। স্কাল্পের স্বাভাবিক স্বাস্থ্য ফিরে আসে।
♣ চুলে খুশকি বা ফাঙ্গাস থাকলে তা চুলের গোড়ায় ধীরে ধীরে প্রবেশ করে এবং চুলের গোড়ায় ফলিকল কোষ নষ্ট করে দেয়। ফলে ওই জায়গা থেকে আর চুল গজায় না। সুতরাং খুশকি নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত হাঁটলে এবং রাতে গল্পের বই পড়ার অভ্যাস থাকলে খুশকি স্থায়ীভাবে চলে যায়। তা ছাড়া যাদের খুশকি আছে তাদের চুল কেটে ছোট রাখতে হবে, যেন বাতাস ঢোকে। এক ধরনের ক্লিপ পাওয়া যায়, যা মাথার তালুতে ঢোকালে চুল ফুলে ওঠে। মহিলাদের এ ধরনের ক্লিপ ব্যবহার করতে হবে। চুল খোপা করে রাখতে হবে, যেন ঘাড়ে বাতাস লাগে। তাই বংশগত কারণে চুল পড়ে_ এ কথার কোনো ভিত্তি নেই।
♣ নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে করতে চুল শক্ত হয়ে যায়, তখন স্কাল্পের তালুও শুকিয়ে শক্ত হয়ে যায়। এ জন্য সপ্তাহে ২ দিন রাতে চুলের গোড়ায় তেল ম্যাসাজ করতে হবে। কন্ডিশনার ব্যবহার না করলে চুল মোটা হয়ে শক্ত হয়ে যায়। তাই সপ্তাহে ২ দিন সবাইকেই শ্যাম্পুর পর ভালো কোম্পানির কন্ডিশনার ব্যবহার করতে হবে।

