home top banner

স্বাস্থ্য টিপ

বিড়াল সম্পর্কে ১০ টি মজার তথ্য
০৯ নভেম্বর, ১৩
Tagged In:  interesting cat  
  Viewed#:   758

১. সবচেয়ে বেশী পালিত পোষা প্রাণী

আমেরিকাতে সবচেয়ে বেশী জনপ্রিয় গৃহপালিত চতুস্পদ পোষা প্রাণী হল বিড়াল। American pet product manufacturers association (APPMA) পরিচালিত এক জরিপে দেখা গেছে যে সমগ্র আমেরিকাতে প্রায় ৭৩ মিলিয়ন গৃহপালিত বিড়াল আছে, যেখানে কুকুর আছে প্রায় ৬৮ মিলিয়ন।
 
২. বিড়াল তার জীবনের দুই তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায়
গড়ে একটি বিড়াল দিনে প্রায় ১৬ ঘণ্টা ঘুমিয়ে থাকে। যদি আপনার বিড়ালটির বয়স ৯ বছর হয় তবে এটি তার জীবনের ৬ টি বছর ঘুমিয়ে কাটিয়েছে। বিড়ালেরা প্রায়ই তাদের পছন্দের একটি জায়গা খুঁজে নেয় এবং এটিকে তাদের ঘুমের প্রিয় জায়গা বানিয়ে নেয়।
 
৩. বিড়ালের মানুষের মতই আবেগ আছে
বিড়ালের আবেগ আছে এবং এরা সুখ, দুঃখ, বেদনা, রাগ, উত্তেজনা এবং কৌতুকপ্রবনতা অনুভব করতে পারে। যদিও এদের আবেগের পরিধি এবং গভীরতা নিয়ে অনেক বিতর্ক করা যেতে পারে, গবেষণাতে নিশ্চিত হওয়া গেছে যে বিড়াল ছানার মানুষের আবেগ বোঝার প্রবনতা আছে। বিড়ালের মস্তিস্কের ‘gray matter’ এর সাথে মানুষের মস্তিস্কের সে অংশের অনেক সাদৃশ্য দেখা যায়।
 
৪. বিড়ালের কামড় বিপদজনক
পরিসংখ্যানে দেখা যায় যে সমগ্র আমেরিকা জুড়ে প্রতি বছর প্রায় ৪০,০০০ মানুষ বিড়ালের কামড় খায়। Briarcliff Animal Hospital এর বর্ণনা মতে বিড়ালের কামড় খুবই মারাত্মক এবং তা কঠিন ব্যাকটেরিয়া জনিত সংক্রমনের দিকে রূপ নিতে পারে। এটি পেনিসিলিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে। তবে এটিকে যদি উপেক্ষা করা হয় তবে এটি রক্ত সংবহনের (lymph system) মাধ্যমে ছড়িয়ে পরতে পারে এবং বিরল ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে।
 
৫. বিড়ালের জন্মগত GPS আছে
বিড়াল হারিয়ে গেলে তার নিজ থেকে চিনে বাড়িতে ফেরার সক্ষমতা আছে। বিশেষজ্ঞরা এ ধরণের সক্ষমতাকে সূর্যালোকের কৌণিক হিসাব, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র, এবং PSI traveling এর সাথে সম্পর্কিত বলে মনে করে থাকেন। এ ধরণের অনেক প্রমান আছে যে বিড়াল তার বাড়ি পৌঁছানর জন্য অনেক দীর্ঘ পথ অতিক্রম করেছে।
 
৬. বিড়াল টয়লেট ব্যবহার করতে পারে
বিশেষজ্ঞরা বলেন যে আপনার বিড়ালের বর্জ্য ত্যাগের জন্য কোন রকম ‘kitty litter’ কেনার দরকার নেই। বিড়ালকে মানুষের ব্যবহৃত টয়লেট এবং ফ্ল্যাশ ব্যবহারের জন্য প্রশিক্ষিত করা যেতে পারে। একবার যদি প্রশিক্ষন দিতে পারেন তবে বিড়াল তার প্রকৃতির ডাকে আরামদায়ক ভাবে সাড়া দেয়ার জন্য সব সময়েই টয়লেট খুঁজে নিবে।
 
৭. বিড়াল বেশ উচ্চ লাফ দিতে পারে
প্রকৃতপক্ষে বিড়াল এক লাফে তার নিজের উচ্চতার প্রায় ৫ গুণ লাফাতে পারে। বিড়ালের মালিকের প্রতি এ তথ্য কি বার্তা দেয়? আপনার ভঙ্গুর জিনিসপত্র এর আওতার বাইরে রাখুন এবং সম্ভব হলে বিড়ালের খেলনা হওয়ার হাত থেকে রক্ষা করতে আপনার ভঙ্গুর চীনামাটির তৈজসপত্রের সংগ্রহ ক্যাবিনেটের মধ্যে রাখুন।
 
৮. আকার কোন বিষয় নয়
ছোট আকার সত্বেও একটি বিড়ালের দেহে প্রায় ২৯০ টি হাড় এবং ৫১৭ টি মাংসপেশী আছে, যেখানে মানুষের দেহে—যে বিড়ালের চেয়ে আকারে অনেক বড়—তার আছে মাত্র ২০৬ টি হাড়। খুব কম ক্ষেত্রেই বিড়ালের হাড় ভাঙ্গতে দেখা যায় এবং অনেক উপর থেকে পরলেও তা সাধারণত অক্ষত থাকে।
 
৯. বিড়ালের জিহ্বা
আপনি কি জানেন যে আপনার বিড়ালের জিহ্বা বিভিন্ন অংশে বিভক্ত এবং একেক অংশ একেক রকমের স্বাদ গ্রহণের জন্য ব্যবহৃত হয়? বিড়াল মিষ্টি বস্তুর স্বাদ বুঝতে পারে না তাই আপনার বিড়ালের জন্য ব্যবহৃত দুধে চিনি দেয়ার কোন দরকার নাই, এটি কোন কাজেই আসবে না। চকোলেটও বিড়ালের জন্য ক্ষতিকর।
 
১০. বিড়ালের চোখের রং
আপনি কি আপনার বিড়ালের চোখের রং কখনো লক্ষ্য করেছেন? একজন বিড়ালের মালিক হিসাবে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, বয়সের সাথে সাথে বিড়ালের চোখের রংয়ের পরিবর্তন হয়।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হাঁটু ব্যথা: পাল্টে ফেলুন নিজেকে
Previous Health Tips: দৃষ্টি শক্তি বাড়াতে ব্যায়াম

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')