যারা ভাবছেন অনেক হয়েছে আর না, অন্তত আগামী দুতিন বছর ছেলেপুলে চাই না, তাদের জন্য সাময়িক জন্ম বিরতিকরণের ক্ষেত্রে প্রথম পছন্দ হলো জন্মনিয়ন্ত্রণ বড়ি বা পিল। কিন্তু নির্বিচারে সব মহিলাই কি এটা খেতে পারবেন? না পারবেন না।কারো কারো জন্য বাধা নিষেধ রয়েছে। তাহলে জেনে নিন কারা জন্মনিয়ন্ত্রণের পিল খেতে পারবেন না।
১. যারা ডায়াবেটিস রোগী।
২. যাদের উচ্চ রক্তচাপ রয়েছে।
৩. যাদের স্তনক্যান্সার বা জরায়ু
মুখের ক্যান্সার রয়েছে।
৪. যাদের হৃদরোগের অসুখ রয়েছে।
৫. যাদের মাইগ্রেন রয়েছে।
৬. যারা অ্যাজমার রোগী।
৭. যাদের মৃগীরোগ রয়েছে।
৮. যাদের বয়স ১৮-এর নিচে এবং ৩৫-এর উপরে।
সূত্র - যায়যায়দিন

