দিনের একেক সময় আমাদের নৈতিকতা বোধ, মূল্যবোধ একেক রকম হয়! সকালে এক রকম, দুপুরে তা অন্যরকম, আবার রাতে তা পুরো উল্টোও হতে পারে।
নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন। কিন্তু এমন কথাই জানালেন যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তিন ধরনের পরীক্ষা চালিয়ে তারা দেখতে পেয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে মানুষের সততার সাথে চলার প্রবণতা কমতে থাকে।
গবেষণায় তারা দেখতে পেয়েছেন, দিনের শুরুতে মানুষ বেশি সত্যবাদী থাকে।কিন্তু দিনের শেষে সত্য থেকে সরে আসে। সকালে আমাদের মূল্যবোধ জ্ঞান টনটনে থাকলে বিকেলের দিকে অধিকাংশ মানুষকে ক্লান্তি দখল করে নেয়। আর সেসময়ই মানুষ প্রয়োজন পড়লে মিথ্যের দ্বারস্থ হয়।
গবেষকরা মানসিক অবস্থার এই নিয়ত পরিবর্তনকে ‘মর্নিং মরালিটি ইফেক্ট’ বলে অভিহিত করেছেন। তারা বলেছেন, “নিছক সময়ের কারণে অনেক সময় মানুষ তার সততার পরাকাষ্ঠা ভেঙে ফেলে।”
বিষয়টি নিয়ে বেশ কিছু অংশগ্রহণকারীকে নিয়ে একটি পরীক্ষা চালায় গবেষক দল।তারা কম্পিউটারে একটি গেম খেলতে দেন। কিন্তু সেই একই গেম দিন শেষে খেলতে দেওয়ায় খেলোয়াড়রা অনেক ছলচাতুরীর আশ্রয় নেয়।
তবে অসততার বিষয়ে খুব বেশি আশাহত নন গবেষকরা। তারা জানিয়েছেন, এ বিষয়টিকে খুব বেশি নেতিবাচক দৃষ্টিতে দেখার অবকাশ নেই। কারণ মানুষ অনেক সময়ই ক্লান্ত থাকেন। দিন শেষে চাপ নেওয়ার ক্ষমতাও কিছুটাও কমে আসে।সেক্ষেত্রে টুকটাক মিথ্যা মানুষ বলতেই পারে।।
সূত্র - poriborton.com

