home top banner

Health Tip

১০ টি প্রধান প্রদাহ নাশক ভেষজ উদ্ভিদ
28 October,13
Tagged In:  inflammatory herbal  
  Viewed#:   544

যদি আপনি ভাল কোন প্রদাহ নাশক ভেষজের খোঁজ করেন তবে এ নিবন্ধটি আপনার কাছে বেশ প্রয়োজনীয় মনে হবে। অসংখ্য ভেষজ উদ্ভিদ আছে যেগুলি বেশ কিছু স্বাস্থ্য সমস্যার নিরাময়ে বেশ সহায়ক প্রমানিত হয়েছে, যার মধ্যে রয়েছে, প্রদাহ, সংক্রমণ, রক্ত জমাট বাঁধা এবং এরকম আরও অনেক কিছু। এছাড়াও, কৃত্রিম ঔষধ—যেগুলি আমরা ঔষধের দোকান থেকে কিনে থাকি---সেগুলির  মতই এদের মধ্যে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, তবে অবশ্যই তা একেবারেই কম। নীচে আপনার ব্যবহার উপযোগী ১০ টি অন্যতম প্রদাহ নাশক ভেষজ উদ্ভিদের উপকারিতা, ঝুঁকি এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হল।

প্রদাহ কি?
অন্যতম প্রদাহ নাশক ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা শুরুর পূর্বে আমাদের বলা প্রয়োজন আসলে প্রদাহ কি, এর কারণ এবং এ সংক্রান্ত বিষয়াবলী। বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে প্রদাহ এমন একটি অবস্থা যা ক্ষত, জ্বলুনি, সংক্রমণ এবং অন্যান্য বাহ্যিক পরিবর্তন সাধনের মাধ্যমে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বিপর্যস্ত করে তোলে। আমরা সাধারণত প্রদাহকে ত্বকের সমস্যার সাথে সম্পর্কিত করে দেখি। যখন আপনি ত্বকে লালচে ফোলা মত কিছু দেখেন তখন একে আমরা প্রদাহ (inflammation) বলতে পারি। সাধারণত একে সহজ ভাবে নেয়া হয়। কিন্তু অনেক সময় অভ্যন্তরীণ প্রদাহ হতে পারে যা মারাত্মক ধরণের স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
 
শ্বেত রক্তকনিকার থেকে নির্গত prostaglandins এবং cytokines নামক কেমিক্যালের কারণে শরীরে প্রদাহজনিত উপসর্গ দেখা যেতে পারে। এ অবস্থা এন্টিবায়োটিক এবং corticosteroids ব্যবহারের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। প্রদাহের অনেক কারণ আছে। এটি অ্যালার্জি, পেশীর ক্ষত, রক্ত জমাট বেধে যাওয়া এবং এ জাতীয় অনেক কারণে সুত্রপাত হতে পারে। এর ফোলা ভাব সাধারণত সহজেই সেরে যায়, কিন্তু তীব্রভাবে আক্রান্তের কারণে অনেক সময় তা সহজে সারে না। সাধারণত যেটি ঘটে থাকে তা এরকম, প্রথমে ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসা। এরপর রক্তনালির lumen এর সংকোচন যা রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এরপর ফুলে যাওয়া, জীবাণুর ধ্বংস এবং টিস্যুর সেরে ওঠা। এ পর্যায়ে এসে সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠে।
 
হলুদ
এশিয়ান এবং মেক্সিকান খাবার তৈরিতে এটি ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। Tendonitis(পেশীর প্রদাহ), arthritis(গেঁটে বাত), এবং অন্যান্য স্বপ্রতিরোধী (autoimmune) অসুস্থতার মত প্রদাহজনিত রোগের নিরাময়ের জন্য অভিজ্ঞজনেরা হলুদ ব্যবহারের সুপারিশ করেন। হলুদের নির্যাসের নির্দেশিত মাত্রা হল ৪০০ মি.গ্রা. থেকে ৬০০ মি.গ্রা. যা দৈনিক তিন বারে গ্রহণ করা যেতে পারে। মানব স্বাস্থ্যে হলুদের প্রভাবের উপর অনেক গবেষণা করা হয়েছে। Oregon State University এর গবেষকরা বের করেছেন যে হলুদ arthritis নিরাময় করতে পারে। ফোলা এবং ব্যাথা যা প্রদাহের সাথে হয়ে থাকে হলুদ তা নিরাময় করে থাকে।
 
আদা
অনেক দেশে বিশেষত, এশিয়াতে আদা প্রাকৃতিক প্রদাহ নাশী ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ১৯৯২ সালে ডেনমার্কের Odense University কর্তৃক পরিচালিত গবেষণাতে দেখা গেছে যে প্রদাহজনিত কারণে অসুস্থ অনেক রোগীরা আদা সমৃদ্ধ খাবার গ্রহণ করে সুস্থ্য হয়ে উঠেছেন। উল্লেখিত গবেষণাতে ৭৫% অংশগ্রহণকারী যারা আদা সমৃদ্ধ খাবার গ্রহণ করেছেন জানিয়েছেন যে আদা খাওয়ার পরে তারা সুস্থ্য হয়ে উঠেছেন। Journal of Medical Food প্রকাশিত অন্য একটি নিবন্ধে আদার প্রদাহ নাশী বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাপকভাবে পর্যালোচনা করা হয়েছে। এটি গিলে খাওয়া যেতে পারে বা চা অথবা অন্য খাবারের সাথে খাওয়া যায়। আদার কারণে কিছু অ্যালার্জির উপসর্গ দেখা যেতে পারে, যেমন মাথা ব্যাথা, বমিভাব এবং ডায়রিয়া।
 
Boswellia
একে ভারতীয় frankincense (ধূপ জাতীয় উদ্ভিদ) ও বলা হয়। প্রদাহ নাশী ভেষজ উদ্ভিদ গুলির মধ্যে এটি সন্ধি ব্যাথা এবং rheumatoid arthritis এর নিরাময়ে বেশ ভাল কাজ করে। এটি প্রাকৃতিক চিকিৎসায় সম্পূরক হিসাবেও ব্যবহার করা হয়। ২০০৫ সালে পরিচালিত এক গবেষণাতে দেখা গেছে যে cytokine যা প্রদাহ বৃদ্ধি করতে পারে তা ধ্বংস করে তীব্র প্রদাহের চিকিৎসাকে সফল করতে Boswellia বেশ কার্যকরী। Non-steroidal প্রদাহ নাশী ঔষধ বা NAD এর মত Boswellia পাকস্থলীতে কোনরূপ জ্বলুনির কারণ হয় না। এই ভেষজ উদ্ভিদটি বিভিন্ন ভাবে boswellic acid  উৎপাদন করে যা প্রদাহ কমায়। প্রথমত, এটি রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, এটি শ্বেত রক্তকনিকা রক্ষা করে টিস্যুকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। এবং শেষ পর্যায়ে, শরীরে প্রদাহ উৎপন্নকারী কেমিক্যাল নিঃসরণে বাধা দেয়।
 
Rosemary
Rosemary একটি জনপ্রিয় মশলা যা দুনিয়া ব্যাপী রন্ধন প্রণালীতে ব্যবহৃত হয়। এ চিরসবুজ গুল্মটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়। খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি এটি চায়েও ব্যবহৃত হয়। এই ভেষজটি প্রদাহ নাশী বৈশিষ্ট্যের পাশাপাশি বলবর্ধক, ঘাম বৃদ্ধিকারক এবং বলবর্ধনকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। একটি অতি সাম্প্রতিক গবেষণাতে দেখা গেছে যে এর উদ্দীপক এবং ব্যাথানাশী প্রভাবও আছে যা এর থেকে প্রাপ্ত তেলে বেশী পাওয়া যায়। Rosemary এর প্রদাহ নাশী বৈশিষ্ট্যের জন্য একে flavonoids এবং rosemarinic  এসিডে রূপান্তরিত করা হয়।
 
রসুন
এটি সবচেয়ে সাধারণ প্রদাহ নাশী ভেষজ উদ্ভিদ যা আপনি সর্বদাই রান্নাঘরে দেখতে পাবেন। রসুনকে একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে বিবেচনা করা হয় এবং অনেক দেশে নানাবিধ স্বাস্থ্য সমস্যার নিরাময়ে ব্যবহার করা হয় যার মধ্যে আছে sinus infection এর মত রোগ। প্রকৃতপক্ষে এর পেনিসিলিন এর মত একই ধরণের কার্যকারিতা রয়েছে। Rosemary এর মত রসুন ও একটি স্বাস্থ্য টনিক। cytokines যা প্রদাহ বাড়ায় সেটির রূপান্তর করে বলে রসুন প্রদাহ নাশী চিকিৎসার উপাদান হিসাবে ব্যবহৃত হয়। এই তীব্র স্বাদযুক্ত এবং গন্ধযুক্ত ভেষজটি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সাধারণ ঠাণ্ডা এবং কোলেস্টেরল এর চিকিৎসায়ও বেশ উপকারী পাওয়া গেছে।
 
যষ্টিমধু (Licorice)
আমাদের অনেকের কাছেই যষ্টিমধু ক্যান্ডি হিসাবে পরিচিত, প্রদাহ নাশী ভেষজ উদ্ভিদ হিসাবে নয়। এই উদ্ভিদটি অনেক দেশে ব্যাপক ভাবে ঔষধ হিসাবে পরিচিত যা অন্যান্য ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। যষ্টিমধু বিষণ্ণতা বিরোধী, আলসার বিরোধী, ছত্রাক বিরোধী এবং রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধিকারক হিসাবেও বিবেচিত হয়। এই ভেষজটি অ্যাজমা, লিভার সমস্যা, ছত্রাকজনিত এবং ভাইরাসজনিত সংক্রমণ, আর্থারাইটিস, প্রোস্টেটের বৃদ্ধি, জিঞ্জিভাইটিস, দাঁতের সমস্যা, এবং আরও অনেক রকমের রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এই ভেষজটি উচ্চ মাত্রায় flavonoids সমৃদ্ধ যা একে প্রদাহ নাশী করে তুলেছে। এছাড়াও, গবেষণাতে এটি দেখা গেছে যে বেশী মাত্রায় যষ্টিমধু খেলে হৃদস্পন্দন বাড়াতে পারে, শ্বাসকষ্ট কমাতে পারে এবং অন্যান্য হৃদপিণ্ডের সমস্যাতে উপকার পাওয়া যেতে পারে।
 
ঝাল মরিচ (cayenne)
এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রদাহ নাশী ভেষজ উদ্ভিদ যা রক্ত প্রবাহ বাড়াতেও বেশ উপকারী। ঝাল মরিচের গুঁড়া ভিটামিন B, B কমপ্লেক্স এবং ভিটামিন C তেও সমৃদ্ধ। এতে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম এবং পটাশিয়াম আছে যা হৃদপিণ্ডের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এটা বলা হয় যে  Arthritis, post herpetic neuropathy, psoriasis এবং ক্যানসার চিকিৎসার জন্য এই ভেষজটি বেশ উপকারি।
 
দারুচিনি
আমরা এই ভেষজটি কফিতে দিতে পছন্দ করি এবং কেক, muffins এবং অন্যান্য মিষ্টি দ্রব্যতে সুগন্ধ আনার জন্য ব্যবহার করি। রান্না বিষয়ক উপকারিতা ছাড়াও এটি বিভিন্ন ভাবে আমাদের শরীরকে আরও সুস্থ্য রাখতে সহায়তা করে। নতুন গবেষণাতে এটি জানা গেছে যে দারুচিনি প্রদাহের ঝুঁকি কমায়। বেশী মাত্রায় চর্বিযুক্ত খাবার অভ্যন্তরীণ প্রদাহের কারণ হতে পারে যা পরবর্তীতে হৃদরোগের দিকে মোড় নিতে পারে।
 
Parsley
সকল প্রদাহ নাশী ভেষজের মধ্যে Parsley ভিটামিন এবং খনিজে বেশ সমৃদ্ধ। এটি ভিটামিন A, B, C এবং K তে একেবারে ভরপুর। দীর্ঘদিন ধরে Parsley কিডনি সমস্যা, ব্যাথাযুক্ত রজঃস্রাব, হজমের গোলমাল ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এই জনপ্রিয় মশলাটি rheumatoid arthritis এবং নির্দিষ্ট রকমের ক্যানসারের সূত্রপাত প্রতিহত করতেও বেশ কার্যকর মনে করা হয়। এর মধ্যে অবস্থিত পুষ্টি উপাদানের কারণে এই ভেষজটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে প্রদাহ বিরোধী চিকিৎসায় ব্যবহার করা হয়। গবেষণাতে দেখা গেছে যে parsley যখন asparagus এর সাথে একসাথে ব্যবহার করা হয় তখন তা প্রদাহ জনিত সমস্যার নিরাময়ে অত্যন্ত কার্যকর হয়ে থাকে।
 
পুদিনা (Basil)
আমাদের তালিকার শেষ অন্যতম প্রদাহ নাশী ভেষজ উদ্ভিদ হল পুদিনা যদিও এটির উপকারিতা কম নয়।  অনেক ডাক্তার arthritis এ আক্রান্ত রোগীদের তাজা পুদিনা খাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকেন। এই সুগন্ধি ভেষজটি আমরা সাধারণত সালাদ হিসাবে এবং পাস্তাতে স্বাদের জন্য ব্যবহার করে থাকি।
 
এ সকল প্রদাহ নাশী ভেষজ উদ্ভিদ সমূহ একজন অভিজ্ঞ স্বাস্থ্যবিদের তত্ত্বাবধানে গ্রহণ করা উচিত। যদি আপনি বর্তমানে কোন ঔষধ গ্রহণ করে থাকেন তবে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করে নিন আপনি কি সিনথেটিক ঔষধের সাথে এ সকল প্রাকৃতিক ভেষজ উপাদান গ্রহণ করতে পারেন কিনা। যদি আপনি খেয়াল করেন যে কোনরকম খারাপ ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে যেমন চুলকানি, মাথা ব্যাথা, বমিভাব এবং অন্য কোন রকম অস্বস্থিকর অবস্থা তবে সাথে সাথেই তা গ্রহণ বন্ধ করে দিতে হবে এবং অন্য চিকিৎসায় যেতে হবে।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: পেট্রোলিয়াম জেলি কতটুকু নিরাপদ!
Previous Health Tips: শুকনো ফাটা পা, কিভাবে তা সারাবেন

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')