ঈদ ও পূজা বাঙালীর দুই উৎসব এবার একসাথে পড়েছে। উৎসব পরিবারের সাথে পালন করতে গ্রামে যাচ্ছেন অনেকেই। সেইসাথে রয়েছে বেড়ানোর আমেজ। আবার অনেকে পরিবারকে নিয়ে বেড়াতে বেরোচ্ছেন দূরে। কিন্তু এই ঘুরতে যাওয়ার আগে প্রয়োজন কিছু প্রস্তুতির। তা নাহলে অনেক সময়ই সঠিক পরিকল্পনার অভাবে আমাদের ভ্রমণ তেমন আনন্দের নাও হতে পারে। তাই জেনে নেওয়া যাক কিছু ভ্রমণ টিপস
শুরুটা যেমন হবে: ভ্রমণের আগের রাতে ভালো করে ঘুমানো দরকার। ঈদে বাড়ি যাওয়ার হ্যাপা বা খুশিতে অধিক উত্তেজনায় না খেয়ে থাকবেন না। এতে করে ভ্রমণের সময় মুড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
দীর্ঘ ভ্রমণে পা দুটো যতটা সম্ভব ছড়িয়ে বসবেন। মাঝে মাঝে পা নাড়াচাড়া করুন যাতে রক্ত চলাচল ঠিক থাকে। একটানা বেশিক্ষণ না বসে মাঝে মাঝে হাঁটুন।
যা কিছু প্রয়োজন: নিত্য ব্যবহার্য জিনিসের পাশাপাশি কিছু প্রয়োজনীয় জিনিসও সাথে রাখুন অতিরিক্ত ব্যাটারিসহ একটি টর্চলাইট, মোবাইল ও অতিরিক্ত আরেকটা ব্যাটারি, অ্যান্টিসেপটিক মলম, লিউকোপ্লাস্ট, খাবার স্যালাইন, প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট, এসিডিটির জন্য অ্যান্টাসিড, বমির জন্য এভোমিন, সর্দি, কাশি বা অ্যালার্জির জন্য হিস্টাসিন, পেটে ব্যথার জন্য ফ্লাজিল, কিছু হজমি চকলেট।
অতিরিক্ত সর্তকতা:
মেয়েদের স্বর্ণের জিনিস না নেওয়াই ভালো। পাশাপাশি একটি কার্ডে আপনার ঠিকানা লিখে ব্যাগে রাখবেন।ব্যাগ হারিয়ে গেলে যাতে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে।
ভ্রমণে দামি মোবাইল ব্যবহার না করাই উত্তম। কারণ ভ্রমণকালীন সময়ে ছিনতাইকারীর কবলে পড়ার সম্ভবনা বেশি।
মানিব্যাগ সাবধানে রাখবেন। সব টাকা মানিব্যাগে না রেখে কিছু টাকা অন্যকোন জায়গায় রাখবেন।
সুত্র - poriborton.com

