
এই ঈদে সকাল শুরু হয় ব্যস্ততা দিয়ে। দুপুর পর্যন্ত নানা কাজের ঝক্কি সামলাতে হয়। এর মাঝেও ঈদের দিন না সাজলে কি চলে? ঈদ বলে কথা। কাজের ঝক্কি তো থাকবেই। ফলে কাজ সাজ দুই-ই করতে হবে।
কিউবেলার স্বত্বাধিকারী ফারজানা মুন্নী বলেন, ‘ঈদের দিন সকালে উঠে গোসল করে প্রথমে চুলটাকে শুকিয়ে নিতে হবে। এরপর হালকা করে হাতখোঁপা, পনিটেল করে রাখতে পারেন। আসল কথা হলো রোজার ঈদের চেয়ে এই ঈদে কাজের ঝামেলা বেশি থাকে। তাই চুলটাকে অবশ্যই বেঁধে রাখতে হবে। মেকআপ হবে হালকা ধরনের।’
সকালে পরিপাটি
ঈদের দিন সকালে একেবারে ছিমছাম, পরিপাটি থাকা ভালো। পোশাকটাও হতে হবে হালকা কোনো কাজের বা রঙের। মাংস কাটাকুটি, রান্নাবান্নার জন্য অনেকে মনে করেন সাজ তো নষ্ট হয়ে যাবে। তাঁদের জন্য রূপবিশেষজ্ঞের পরামর্শ: সকালে হালকা কমপ্যাক্ট পাউডার দিয়ে সাজা ভালো। এতে ঘাম হবে না। আবার দেখতে স্নিগ্ধ লাগবে। এরপর পানিরোধক আইলাইনার দিয়ে চোখ এঁকে নিতে পারেন। দুপুরে সাজ-পোশাকে ফুরফুরে ভাব আনা যায়চোখ আকর্ষণীয় করার জন্য ভালোভাবে মাসকারা ব্যবহার করতে হবে। প্রথমবার মাসকারা দিয়ে শুকিয়ে এলে দ্বিতীয়বার দিতে হবে। এতে ঘন দেখাবে চোখের পাতা। মাসকারাও যেন পানিরোধক হয়। যদি সকালেই আত্মীয় বা আশপাশের বাসায় যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে হালকা গোলাপি, পিচ রঙের ব্লাশন ব্যবহার করা যেতে পারে। বাড়িতে ব্লাশন ব্যবহারের জন্য আলাদা ব্রাশ কিনতে হবে। সকালে বেছে নেওয়া যায় হালকা রংহালকা কোনো রং যেমন হালকা গোলাপি, পিচ, মভ বা ন্যাচারাল রঙের লিপস্টিক লাগাতে হবে। কিন্তু লিপস্টিক হতে হবে ম্যাট। যাতে দীর্ঘক্ষণ থাকে, ঘেমেও না যায়।
দুপুরে হালকা
ঈদের দিন দুপুরের মধ্যেই বেশির ভাগ কাজ শেষ হয়ে যায়। এরপর চাইলে ফেসিয়াল ওয়াইপ দিয়ে মুখ মুছে নিতে পারেন। তাহলে আইলাইনার লেপটে যাওয়ার ভয় থাকবে না। ভারী ফাউন্ডেশন না দিয়ে মিনারেল ফাউন্ডেশন দিতে পারেন। গরম বেশি থাকলে কমপ্যাক্ট পাউডারের প্রলেপ দিলে ফুরফুরে লাগবে আপনাকে। এবার চোখের ওপরের পাতায় আরেকবার নীল, সবুজ ও অন্য যেকোনো উজ্জ্বল রঙের আইলাইনার দিতে পারেন। আইশ্যাডো হতে পারে বাদামি, তামা রঙের। লিপস্টিকের রঙের ক্ষেত্রে সকালের মতো হালকা রংই ভালো হবে।
রাতের আভিজাত্য
সন্ধ্যার পর সাজটা জমকালো হবে। তখন রং নিয়ে নিরীক্ষা করতে পারেন। ফাউন্ডেশন দিয়ে প্রথমে বেইস করে নেবেন। এরপর কমপ্যাক্ট পাউডারের প্রলেপ দিন। এ সময় যেহেতু উজ্জ্বল রঙের লিপস্টিকের চল, তাই চোখের মেকআপ হালকা হওয়াই ভালো। লাল, কমলা ও খয়েরি রঙের লিপস্টিক দিতে পারেন। রাতের সাজে চোখের নিচেও গাঢ় করে কাজল ব্যবহার করতে হবে।
এ সময় চুল একটু এলোমেলো, একটু কোঁকড়া করে ছেড়ে রাখতে পারেন। বাইরে বের হওয়ার আগে সুগন্ধি দিলে মন ফুরফুরে থাকবে।
সূত্র - প্রথম আলো

