পাকস্থলী মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে বিভিন্ন কারণে অনেক রোগে আক্রান্ত হতে পারে। এর মধ্যে পাকস্থলী ক্যান্সার একটি জটিল রোগ।
দীর্ঘদিন ধরে পাকস্থলীর আলসার বা ক্ষত রোগে ভুগলে এই রোগ সৃষ্টি হওয়ার আশংকা। যে কোনো কারণে অস্বাভাবিকভাবে কোষ বৃদ্ধি হলে তাকে ক্যান্সার বলে অভিহিত করি। এটা ভয়ঙ্কর রোগ এবং চিকিৎসাও বেশ কঠিন।
লক্ষণ : পাকস্থলী ও ডিউডেনাম প্রদাহ, জ্বালাপোড়া, হজমশক্তির অভাব, তিক্ত স্বাদ, কোণযুক্ত পাত দিয়ে মনে হয় পাকস্থলীতে আঘাত করা হচ্ছে। পাকস্থলীতে ক্ষত ও ক্যান্সার, আক্রান্ত স্থানে তীব্র বেদনা, ক্ষতিকর রস বের হয়।
এ রোগে আক্রান্ত হলে রোগী নিয়মিতভাবে লঘু অথচ পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। কোন উগ্র বা গুরুপাক বা উত্তেজক দ্রব্য আহার না করা। পূর্ণ বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম করা যাবে না। প্রফুল্লতা বজায় রাখা ভালো।
সূত্র -বাংলাদেশ প্রতিদিন

