বিভিন্ন কারণে সাইনোসাইটিস হতে পারে। যেমন-
নাকের ইনফেকশন : নাকের মধ্যকার ঝিলি্লরই ধারবাহিকতা গড়ায় সাইনাস পর্যন্ত। আর
তাই নাকে কোনো ইনফেকশন হলে তা ঝিলি্লর নিচে অবস্থিত লসিকাতন্ত্রের মাধ্যমে সাইনাসে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সাইনোসাইটিস ভাইরাসজনিত ইনফেকশেনর পর ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের জন্য হয়ে থাকে। যেসব ব্যাকটেরিয়া এর পেছনে দায় সেগুলো হলো- স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মেরাসেলা ক্যাটারালিস, স্ট্রেপটোকক্কাস পাইয়োজেনস, স্ফে অরিয়াস এবং ক্লেবসেলা নিউমোনিয়া ইত্যাদি।
সাঁতার : দূষিত পানি কিংবা উচ্চমাত্রার ক্লোরিনযুক্ত পানিতে গোসল করলে পানি সাইনাসে গিয়ে ইনফেকশন করতে পারে।
দাঁতের ইনফেকশন : মাড়ির একদম শেষ প্রান্তের দুটি দাঁত তুলে ফেলার সময় দাঁতের গোড়া দিয়ে সাইনাস উন্মুক্ত হয়ে পড়তে পারে এবং ইনফেকশন হতে পারে। সরাসরি নয় তবে সাইনোসাইটিসের উদ্রেক করে এমন সব কারণের মধ্যে রয়েছে_ নাক বন্ধ করে এবং নাকের নিঃসরণে বাধদানকারী অবস্থার মধ্যে আছে- নাকের প্যাক, নাকের বাঁকা হাড়, মাংস ফুলে বড় হয়ে যাওয়া ইত্যাদি।
সুত্র - বাংলাদেশ প্রতিদিন

