আসক্তি কি? কি কারণে আসক্তি হয়?
26 September,13
Viewed#: 126
আসক্তি সম্পর্কে যা নতুন করে বলা হয়ে থাকে তা মস্তিস্কের reward center সমুহে পরিলক্ষিত বিভিন্ন কার্যক্রমের থেকে ভিন্ন কিছু নয়। কার্যক্রম, রীতিনীতি বা বস্তুর স্বাদের প্রতি আসক্তি প্রায় একই রকম ক্রিয়া দেখিয়ে থাকে। আচরণের আসক্তির সম্পর্কে না বলে ব্যাক্তির আসক্তির সম্পর্কে কথা বলার বেশী প্রবণতা দেখা যায়। 
আসক্তির একটি উত্তম সংজ্ঞা হল “কোনও বস্তু, কার্যক্রম, অথবা সম্পর্ক এর প্রতি নির্ভরতা, যা ব্যাক্তিকে তার আশেপাশের সবকিছু থেকে বিচ্ছিন্ন করে কোন পরিস্থিতির দিকে টেনে আনে। এটা ইচ্ছা, চিন্তা এবং আচরণের দ্বারা উপস্থাপিত হয়ে কাজটি করতে বা বস্তুটি পেতে নির্দেশিত হয়”। অন্যের থেকে সহজ অভ্যাস বা প্রভাব অর্জনের বিপরীতে আসক্তি হল তীব্র এবং অবিরাম নির্ভরতা। এর সম্পর্ক ধ্বংস করার সামর্থ্য আছে এবং এর কারণে শারীরিক এবং মানসিক বৈকল্য ঘটতে পারে। আসক্তি হল স্বাভাবিক কার্যকলাপের অক্ষমতা। পরিস্থিতির সম্পর্কে সচেতনতার স্তরের উপর এবং আসক্তির গভিরতার উপর ভিত্তি করে বলা যায় এটা একটি বেদনাদায়ক এবং কষ্টকর অভিজ্ঞতা।
আসক্ত হল এমন এক ব্যক্তি যে এমন কোনও কিছুর উপর নির্ভরশীল যেগুলি তাদের চিন্তা এবং ইচ্ছা নিয়ন্ত্রণ করে এবং যে আসক্তির যৌক্তিকতা তুলে ধরতে জীবনধারা ও বন্ধুত্বের পরিধিকে নিজের মত করে বানিয়ে নেয়। আসক্ত ব্যাক্তি হতাশাবাদী, বিপথগামী, ভুলোমন এবং কেবলমাত্র দ্রুত আনন্দ পেতে নিমগ্ন হয়ে উঠে।
কিভাবে কোন ব্যাক্তি আসক্ত হয়ঃ
বেশ কিছু মডেল আছে যেগুলি বুঝতে এবং ব্যাখ্যা করতে চেষ্টা করে কিভাবে একজন ব্যাক্তি ব্যাপকাকারে বিভিন্ন পদ্ধতি এবং মডেল ব্যবহার করে আসক্ত হয়ে উঠে। অনেকে গবেষণাগারে ইঁদুর ব্যবহার করেন জেনেটিক, জৈবরাসায়নিক ব্যাখ্যার জন্য এবং মেডিকেল মডেল ব্যবহার করেন ব্যক্তিত্ব, ক্লিনিক্যাল প্রোফাইল বুঝার জন্য, এবং সমাজবিদ্যা বিষয়ক উপাদান ব্যবহার করেন সমাজ বিজ্ঞান সংক্রান্ত কারণের জন্য।
আসক্তি গড়ে উঠার জন্য কিছু কারণ চিহ্নিত করা হয়েছেঃ জেনেটিক কারণ, স্বজনদের মধ্যে দ্বন্দ্ব, আসক্তিজনক কার্যক্রম বা বস্তুর আধিক্য। অনেকে মত পোষণ করেন যে জেনেটিক কারণে শরীরে রাসায়নিক ভারসাম্যহীনতা এধরনের প্রবণতার কারণ। এটা একটা সাধারণ ব্যাপার যে কেউ শৈশব থেকে কিছুর উপর নির্ভরশীল থাকলে তার উপর আসক্ত হয়ে উঠতে পারে যদিও তা নির্দোষ কিছু হতে পারে।
আসক্তির সুচক সমূহঃ
অনিচ্ছা জ্ঞাপন
অনিচ্ছা জ্ঞাপনের প্রতি আবিষ্টতা
দুশ্চিন্তা কমানোর জন্য আসক্তির ব্যবহার
নিয়ন্ত্রণ হারানো
নির্ভরশীলতা
ঋণাত্মক পরিণতি