পড়াশোনার ক্ষেত্রে একা পড়ার চেয়ে গ্রুপ স্টাডি অনেক বেশি কার্যকর। কারণ অধ্যায়ন পুরোপুরি বোঝার
উপর নির্ভর করে। আর গ্রুপ স্টাডিতে আলোচনা যেমন করা যায়তেমনি পড়তেও একঘেয়েমির সৃষ্টি হয়না।
ধারণা করা হয়, প্রাচীনকাল থেকেই মানুষ গ্রুপ স্টাডি করে আসছে। যখন থেকে মানুষ তাদের জ্ঞানের পরিধি বাড়াতে
বিভিন্ন ভাষা আবিষ্কার করেছে। তবে গ্রুপ স্টাডি জনপ্রিয়তা লাভ করে বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে।
গ্রুপ স্টাডি
গ্রুপ স্টাডি নিয়ে কথা বলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের সিনিয়র লেকচারার নাজিয়া
রহমান।
তিনি বলেন, "একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কয়েকজন যখন তথ্য আদান-প্রদানের মাধ্যমে পড়াশোনা করে
সেটাই মূলত গ্রুপ স্টাডি। কয়েকজন মানুষ একত্রিত হলে তাদের মাথা থেকে বিভিন্ন রকমের আইডিয়া বের হয়।"
এছাড়াও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে নাজিয়া রহমান বলেন, "যেহেতুএক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির ধ্যান-ধারণা
আলাদা হয়ে থাকে। অনেকে একত্রে বসলে, আলোচনার মাধ্যমে সেখান থেকে নতুন নতুন আইডিয়া বের হতে থাকে
এবং সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারে। তাছাড়া নিজেদের আলোচনার মাধ্যমে নিজেদের ভুল ধরা পড়ে
বলে অনেক সুবিধা হয়। অতি সহজেই বুঝতে পারে সবাই। এতে দুর্বল ছাত্রটিও দিন দিন ভালো ফল করতে পারে। তাই
সবার গ্রুপ স্টাডিতে মনোনিবেশ করা উচিত।"
গ্রুপ স্টাডির সুবিধা :
♦ একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।
♦ একজন থাকলে একটি আইডিয়া, ১০ জন থাকলে ১০টি আইডিয়া পাওয়া যায়।
♦ যাদের মুখস্থবিদ্যা খুবই কম তাদের ক্ষেত্রে গ্রুপ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ।
♦ দুর্বল ছাত্রছাত্রীরা ভালো ফল করতে পারে।
♦ পড়াশোনায়একঘেয়েমির সৃষ্টি হয়না।
♦ কঠিন বিষয়খুব সহজ হয়ে যায়।
♦ ছাত্রছাত্রীরা একত্রিত হলে তাদের মধ্যে সম্পর্ক আরও ভালো হয়।
♦ এটি একটি ভালো যোগাযোগ মাধ্যম।
তবে গ্রুপ স্টাডিতে সবসময়সবার মতের দাম দিতে হবে। তাহলেই সুস্থ পরিবেশ পড়াশোনা সম্ভব। যে কোন ধরণের
গল্প বা আড্ডাবাজি এড়িয়ে চলতে পারলে গ্রুপ স্টাডি সত্যিই আপনার জন্য ফলদায়ক হয়ে উঠবে।
সুত্র - poriborton.com

