ঘর ভর্তি মানুষ। ডায়াসে আপনি। আপনি গণ্যমান্য ব্যক্তি। সবার উদ্দেশে কিছু বলবেন। কিন্তু মুখের সামনে মাইক্রোফোন আর চোখের সামনে এত মানুষ দেখে আপনার মুখ শুকিয়ে কাঠ। আপনি ভালো বক্তা, তারপরও আপনার এ সমস্যা হয়। শুধু আপনার নয়, অনেকেরই হয়। বিষয়টা স্নায়বিক এবং খুবই স্বাভাবিক। এর একটা সহজ সমাধানও আছে।
বক্তৃতা দেয়ার আগে একটা আপেল খেয়ে নিন। আপেলের ঈষৎ টক অ্যাসিডিক স্বাদটা মুখে লালা নিঃসরণ বাড়িয়ে দেয়। মুখের আঠালো ভাবটা রসালো হয়ে ওঠে। আর এতেও যদি পুরোপুরি সফল না হন তাহলে জলপাই মুখে দিতে পারেন। বক্তৃতার ফাঁকে অনেকে চা-কফি খেয়ে থাকেন। এটা ভালো নয়। এতে কিছুক্ষণ পর মুখ আরো শুকিয়ে যায়। কারণ কফি পানিশোষক। দুধ, দই কিংবা আইসক্রিম একই সমস্যা তৈরি করে। বরং এ সময় লেবুর শরবত খেতে পারেন। কারণ এতে লালা প্রদাহ অটুট থাকে। শুষ্কং কাষ্ঠং মুখে তেজকটালের জোয়ার আসে। ফলে বক্তৃতাও হবে সরল আর প্রাণবন্ত।
সূত্র - যায়যায়দিন

