বেশ কিছুদিন ধরেই বৃষ্টি দখল করেছে নাগরিক জীবন। পাশাপাশি রোদও নিজের প্রভাবের কথা জানান দেয়। কিন্তু এমন মিশ্র আবহাওয়ায় বাড়িতে আশ্রয় নেয় বিভিন্নপোকামাকড়। ঘরে থাকাই যেন দায় হয়ে পড়ে।
তাই ঘর, রান্নাঘর, বাথরুম, জীবাণু মুক্ত ও পোকামাকড়হীন রাখতে প্রয়োজন পরিস্কারক। এসবের ব্যবহারে পোকামাকড় তাড়ানোর পাশাপাশি জানালার কাঁচ আর আসবাব থেকেও ছড়াবে দ্যুতি।
যেমন জায়গা তেমন ব্যবহার:
স্যাভলন বা ডেটলের মত তরল পরিস্কারক মেঝেতেই বেশি ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে লাইজল। মেঝে টাইলসের হলে ব্যবহার করা যেতে পারে টিক্সল পিংক, সিনেক্স ইত্যাদি ।
তবে টাইলস পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে উপযোগী পরিষ্কারক হলো অ্যাসটনিশ। আসবাব পরিষ্কার রাখতে ব্যবহার করা যেতে পারে স্প্রাওয়ে, কেলিস, মিস্টার ব্রাইটইত্যাদি।
ভিক্সল, হারপিক টোটাল বাথরুম পরিষ্কারক হিসেবে ব্যবহার করতে পারেন।রান্নাঘর জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখতে ব্যবহার করা যেতে পারে মিস্টারমাসেল।
মিস্টার ব্রাসো ও রকের সাহায্যে কাচ পরিষ্কার করতে পারেন। এ ছাড়া বিভিন্নশৌখিন ও প্রয়োজনীয় জিনিস যেমন:ওভেন পরিষ্কারক হিসেবে উপযোগী গুড মেইড।কোনো কিছুতে জং ধরলে ব্যবহার করুনডাব্লিউডি-৪০।
খোঁজখবর আর দরদাম:
এসব পরিষ্কারক পাওয়া যাবে হার্ডওয়্যার, স্যানিটারি ও ডিপার্টমেন্টালস্টোরে। দেশি-বিদেশি এই কেমিক্যালগুলোর দাম ৮০ থেকে ৭০০ টাকা। পরিমাণের ওপরএর দাম নির্ভর করে।
কীটপতঙ্গের উৎপাত থেকে বাঁচতে এ্যারোসল, এক্সপেল, মরটিন, বেগন, কিংকন, এসিআই এসবের মত স্প্রে কিনতে পারেন। পাওয়া যাবে সব ডিপার্টমেন্টাল স্টোরে।দাম ১৫০ থেকে ৪৫০ টাকা।
পোকামাকড় মারার জন্য কিছু ওষুধ পাওয়া যায়; যেমন_র্যাট কিলার। এগুলোর জন্যযোগাযোগ যেকোন বিক্রয়কেন্দ্রে।টিপসযে কোনো পরিষ্কারক কেমিক্যাল, পোকামাকড়নাশক স্প্রে বা ওষুধ ব্যবহার করার আগে সাবধানতার অংশ হিসেবে হাতে গ্লাভস পরে নেয়া উচিত।
ব্যবহারের আগে নিয়মাবলি জেনে নিন।
অনেক পরিষ্কারক কেমিক্যালে এসিডের মাত্রা বেশি থাকায় হাতের ক্ষতি হয়। তাই দস্তানা পরলেও ঘটতে পারে দুর্ঘটনা। এসব ক্ষেত্রে স্প্রে করার যন্ত্র কিনতে পারেন।
যে কোন পরিস্কারক শিশুদের নাগালের বাইরে রাখুন।
সূত্র - poriborton.com

