পামানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। যার পা নেই সেই বুঝে পায়ের মর্মকথা। পায়ের গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয় তার মধ্যে প্লান্টারফ্যাসাইটিসই বেশি দায়ী। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে পায়ের তলায় স্পার বা কাঁটার মতো হাড় বৃদ্ধি হয়। তাকে ডাক্তারি ভাষায় ক্যালকেনিয়াল স্পার বলা হয়।
তাছাড়া পায়ের হাড় ভেঙে গেলে ব্যথা হয়। গেটেবাত, ওস্টিওমাইলাইটিস, স্পন্ডাইলোঅর্থোপ্যাথি, বার্সাটিস, টেনডিনাইটিস, পায়ের গঠনগত ভুল ইত্যাদি রোগে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে।
চিকিৎসা : সঠিক চিকিৎসার প্রথম শর্ত সঠিক রোগ নির্ণয়। এধরনের ব্যথায় ফিজিওথেরাপি কার্যকর নিরাপদ চিকিৎসা। তবে তা হতে হবে সঠিক ও বিশেষজ্ঞের তত্ত্বাবধানে। জুতা পরিবর্তন করেও কিছুটা ব্যথা মুক্ত থাকা যায়। যেমন- নরম সোল ব্যবহার করা, হিল কুসন ব্যবহার, আর্চ সাপোর্টদেওয়া, গোড়ালির কাছে ছিদ্র করে নেওয়া ইত্যাদি।
এছাড়া শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে হবে। ক্যালকেনিয়ান স্পার হলে কখনই অপারেশন করানো উচিত হবে না। চিকিৎসকের নির্দেশ মতো পায়ের ব্যায়াম নিয়মিত করবেন। প্রত্যহ ১০মিনিট কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখতে পারেন।
সূত্র – বাংলাদেশ প্রতিদিন

