কম্পিউটার এবং টেলিভিশনের কারনে চোখে সমস্যা হওয়া নতুন কোন বিষয় নয়। নানা রকম সোশাল নেটওয়ার্কিং
সাইট, অনলাইন গ্মস এবং ইন্টারনেটের বহুল ব্যবহারের কারনে মানুষ আজ চোখের উপর কম্পিউটারের কুপ্রভাবের
কথা মানুষ আজ ভুলতে বসেছে।
কম্পিউটার ভিশন সিনড্রোম বলতে বুঝায় চোখের কিছুসাময়িক সমস্যা যেগুলি কম্পিউটার ব্যবহারের সময় অথবা
ব্যবহারের পর অনুভূত হয়।
যারা অনেক সময় ধরে কম্পিউটারের সামনে বসে বিরামহীনভাবে কাজ করে যান তারা অনেক সময়ই কম্পিউটার ভিশন
সিনড্রোমে ভুগে থাকেন
কম্পিউটার ভিশন সিনড্রোমের উপসর্গ
• চোখে ব্যথা হওয়া
• মাথা ব্যথা
• চোখে ঝাপসা দেখা
• চোখ জ্বালাপোড়া করা
• চোখ লাল, শুকনো হয়ে চুলকানি হয়
• রঙে সংবেদনশীলতা
• সমস্ত শরীরে ক্লান্তভাব হওয়া
• ঘাড়, কাঁধ এবং পিঠে ব্যথা হওয়া
কম্পিউটার ভিশন সিনড্রোম প্রতিরোধের উপায় .
• কম্পিউটারের স্ক্রিন থেকে চোখের কমপক্ষে ২০ থেকে ৩০ ইঞ্চি দূরত্ব থাকা উচিত। কিন্তুটেলিভিশনের
স্ক্রিন থেকে চোখের কমপক্ষে ৩।৫ মিটার দূরত্ব থাকা উচিত।
• এমন ভাবে মনিটর এবং কম্পিউটার টেবিলের চেয়ার রাখুন যেন কম্পিউটারের স্ক্রিনের সর্ব প্রথম লাইনটি
আপনার চোখের বরাবরে থাকে।
• কম্পিউটারের স্ক্রিন সুবিধামত কাস্টোমাইজ করুন। মনিটরের কালার, কনট্রাস্ট এবং উজ্জ্বলতা এমন
লেবেলে রাখুন যেন চোখে অতিরিক্ত চাপ না পড়ে।
• কম্পিউটারে কাজ করার সময় যথাসম্ভব চোখের পলক ফেলুন। দেখা যায় মানুষ যখন কম্পিউটারে কাজ করে
তখন সে স্বাভাবিক থেকে কম চোখের পলক ফেলে। কিন্তুবেশিক্ষন কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে
চোখের আর্দ্রতা কমে যায়। তাই কম্পিউটারে কাজ করার সময় যত বেশি সম্ভব চোখের পলক ফেলা
উচিত। চোখের পলক ফেললে চোখের পাতা অক্ষিগোলককে পানি দিয়ে ভিজিয়ে দেয়। তাই কম্পিউটারের
সামনে থাকলে নিজে নিজেই মনে করে স্বাভাবিকের থেকে বেশি করে পলক ফেলা উচিত।
• মাঝে মাঝেই কাজ থেকে চোখকে বিস্রাম দেয়া উচিত। প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর অন্তর ১ মিনিতের
জন্য চোখ বন্ধ করে বিস্রাম নিন। এতে চোখের টিয়ার ফিল্ম সতেজ হয়। বেশি সময় চোখকে বিস্রাম না
দিলে চোখের পলক ফেলার হার কমে যায়।
• যদি কম্পিউটারে কাজ করতে করতে চোখ শুষ্ক হয়ে চুল্কায় তাহলে চিকিতসকের পরামর্শ নিয়ে চোখকে
আর্দ্র রাখতে কোন চোখের ড্রপ ব্যবহার করতে পারেন।
• চোখের ক্লান্তি কমাতে কম্পিউটার টেবিলের চারপাশের আলো দৃষ্টির অনুকূলে থাকা উচিত। আলো
কখনোই মনিটরে প্রতিফলিত হয়ে চোখে আসা উচিত নয়। লাইট আপনার বসার চেয়ারের পিছনে রেখে
আলো দৃষ্টির অনুকূলে আনতে পারেন।
• কিছুকিছুচোখের ব্যয়াম করলে চোখের ক্লান্তি দূর করে চোখের পেশিকে আরাম দেয়।
সূত্র - ইন্টারনেট

