
রোজা রাখলে অনেকেরই মাথা ব্যথার সমস্যা হয়। এই মাথা ব্যথা মানেই মাইগ্রেন জাতীয় সমস্যা নয়। সাধারণত শরীর থেকে পানি কমে যাওয়ার ফলে মাথা ব্যাথা হয়। তবে অতিরিক্ত ক্ষুধা, পর্যাপ্ত বিশ্রাম না নিলে অথবা যেসব খাবারের প্রতি আসক্তি যেমন সিগারেট, চা, কফি ইত্যাদি পান না করলে প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। যাদের মাথা ব্যথার সমস্যা তাদের কখনোই সেহরি মিস করা উচিৎ না। বেশি রাত করে রাতের খাবার খেয়ে না ঘুমিয়ে সেহরির সময়ে উঠে ঠিকমত আহার করুন।
শরীরে যেন পানিশূন্যতা না হয় সেইদিকে খেয়াল রাখুন। সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রচুর পরিমানে পানি পান করুন। পানির সাথে সাথে বিভিন্ন ফলের রস অথবা জুস ও রাখতে পারেন। যদি প্রতিদিনই রোজা রেখে মাথা ব্যথা হয় তাহলে সেহরি করে একটা প্যারাসিটামল খেয়ে নিতে পারেন।
অনেক সময় রোজা রেখে রোদে ঘুরাঘুরি করলে প্রচণ্ড মাথা ব্যথা শুরুহয়। রোজা রেখে সরাসরি রোদে যাওয়া থেকে বিরত থাকুন। যথাসম্ভব ছায়াতে অবস্থান করুন। ছাতা, টুপি ব্যবহার করুন।
ঈদের ছুটির জন্য অনেক সময় কর্মস্থলে অনেক সময় বেশি কাজ করতে হয়। রোজা রেখে অতিরিক্ত কাজে চাপ নিলে মাথা ব্যথা করতে পারে। অনেক সময় একটুসময় নিয়ে রিল্যাক্স হয়ে গোসল করলে মাথা ব্যথা কমে আসে।
একটা আইস ব্যাগ নিয়ে কপালে, নাকে এবং ঘাড়ে আস্তে আস্তে ম্যাসাজ করলে মাথা ব্যথা প্রশমিত হয়। কিছুটা সময় নীরবে বিশ্রাম নিলেও মাথা ব্যথা কমে আসতে পারে।
সূত্র -NHS and Webmd

