ক্যাস্টর অয়েল বাংলাদেশে খুব একটা পরিচিত নয়। এখানে চুলের যত্নে মূলত নারিকেল বা বাদাল তেল ব্যবহৃত
হয়। কিন্তুচুল এবং ত্বকের যত্নে নানা ভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যায়। নিচে ক্যাস্টর অয়েল
ব্যবহারের কিছুটিপস এবং এর উপকারিতা দেয়া হল -
১) চুলের যত্নে
চুলের যত্নে ক্যাস্টর অয়েল খুবই উপকারি। এটি খুবই ঘন একটি তেল তাই এটি ব্যবহারের আগে ১:১ অনুপাতে
নারিকেল তেলের সাথে মিশিয়ে নিন।
-নারিকেল তেলের সাথে মিশ্রিত ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় গোড়ায় লাগান। এতে চুলের গোড়ায় পুষ্টি
যায়। তেল লাগানোর পর একটা তোয়ালে হালকা গরম পানিতে ডুবিয়ে রেখে সমস্ত চুল মুড়িয়ে নিন। আধা
ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
- শুষ্ক চুলের যত্নে নারিকেলের দুধের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে লাগান।
- রিবন্ডেড, কালার করা চুলের যত্নে ক্যাস্টর অয়েল অনেক উপকারি। ক্যাস্টর অয়েল এবং ডিমের সাদা অংশ
মিশিয়ে চুলের গোড়ায় এবং চুলের ফেটে যাওয়া অংশে লাগান। ১ ঘণ্টা রেখে শ্যাম্পুদিয়ে ধিয়ে ফেলুন।
-শীতকালে যেকোনো ধরনের চুলই রুক্ষ হয়ে পড়ে। শ্যাম্পুর পর কন্ডিশনারের সাথে কয়েক ফোঁটা
ক্যাস্টর অয়েল মিশিয়ে লাগান এবং ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
২) চোখের পাপড়ি বড় এবং আকর্ষণীয় করতে এই তেলের জুড়ি নেই। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য
ক্যাস্টর অয়েল কটন বাড বা মাসকারা ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে লাগান। অল্প কয়দিন টানা ব্যবহার করলেই
আপনি পাবেন দীর্ঘ এবং আকর্ষণীয় চোখের পাপড়ি।
৩) যেকোনো রকমের হেয়ার রিমুভ, শেভিং বা ওয়াক্সিং করানোর পর ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। এতে
ত্বকে দ্রুত ময়েশ্চার প্রবেশ করে।
৪) শুষ্ক ত্বকের যত্নে এই তেল অনেক কাজে দেয়। মুখে স্টিম নিন অথবা একটা নরম সুতি কাপড় হালকা গরম
পানিতে ডুবিয়ে মুখে লাগিয়ে রাখুন ৫ মিনিট। এরপর হাতের তালুতে অল্প তেল নিয়ে ত্বকে আস্তে আস্তে
ম্যাসাজ করুন। কতক্ষন পরে ট্যাপের পানি দিয়ে ধুয়ে ফেলুন। নরম তোয়ালে দিয়ে আস্তে আস্তে মুখ মুছে
নিন। সপ্তাহে ২ বার এইভাবে ত্বকের যত্ন নিলে অতি সহজেই শুষ্ক ত্বক থেকে রেহাই পাওয়া যায়।
৫) সুস্থ নখের জন্য রাতে ঘুমানোর আগে নখে ক্যাস্টর অয়েল মালিশ করে ঘুমাতে যান।
৬) যাদের পা ফেটে যায় তারা ভ্যাসিলিন এবং ক্যাস্টর অয়েল মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগান। একজোড়া
মোজা পরে ঘুমাতে যান। অল্প কয়দিনেই আপনি পা ফেটে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন।
৭) ঠোঁট ফেটে যাওয়া রোধ করতেও ক্যাস্টর অয়েলের জুড়ি নেই। সামান্য ক্যাস্টর অয়েল আঙ্গুলে নিয়ে দিনে ২
থেকে ৩ বার করে ঠোঁটে ম্যাসাজ করুন।
৮) হট শাওয়ার নেয়ার আগে শরীরে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করে নিন। এতে ত্বকের শুষ্কতা থেকে
রেহাই পাবেন।

