বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়ায় অনেকেরই পায়ের আঙুলের ফাঁকে বা পুরো পায়েছত্রাক সংক্রমিত হয়। একে চিকিৎসাবিজ্ঞানে অ্যাথলেট ফুট বা টিনিয়া পেডিস বলাহয়। এতে পায়ে চুলকানি, জ্বালাপোড়া, ছোট
ছোট ফোসকা হয় এবং পরে পায়ের তলাশুষ্ক হয়ে খোসা খোসা ত্বক উঠে আসতে পারে। ক্যানডিডা ছত্রাকের আক্রমণেআঙুলের ফাঁকে সাদা স্তর দেখা যায়। পায়ের নখেও ছত্রাক সংক্রমিত হয়। সেক্ষেত্রে নখের রং সাদা থেকে হলুদ হয়ে যায়।
বর্ষাকালে খালি পায়ে হাঁটা, বেশি পানির কাজ করা, স্যাঁতসেঁতে মোজা পরাছত্রাক সংক্রমণের কারণ। ডায়াবেটিস ও অন্যান্য কারণে যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের বেশি হওয়ার কথা।এই সমস্যায় চিকিৎসক সাধারণত অ্যান্টি-ফাঙ্গাল ক্রিম ও ওষুধ ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। অনেক সময় দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার হয়।
—এই সময় পা দুটো যথাসম্ভব শুকনা ও পরিষ্কার রাখুন।
—খালি পায়ে হাঁটবেন না। প্রতিদিন ধোয়া মোজা ব্যবহার করুন। প্রয়োজনে দুই বেলা মোজা পরিবর্তন করুন।
—গোসল ও অজু করার পর পা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।
—আঙুলের ফাঁকে ছোট তুলার বল রাখলে বাতাস চলাচল করতে সুবিধা হয়।
—নখ কেটে ছোট রাখুন।
সূত্র - প্রথম আলো

