ব্রণ দুরীকরনে ফিনিশড প্রোডাক্ট বা ড্রাগ স্টোর প্রোডাক্ট
১৮। চা-গাছের তেল (টী ট্রি অয়েল)
01(1).jpg)
পিম্পল নিরাময়ে এবং প্রতিরোধে ‘টী ট্রি অয়েল’ অনন্য। সুগন্ধযুক্ত অতি প্রয়োজনীয় তেল পাওয়া যায় অস্ট্রেলিয়ান ‘Melaleuca alternifolia’ নামক চা গাছের পাতার নির্যাস থেকে। এতে আছে পচনরোধী বা এন্টিসেপটিক, এন্টিব্যাকটেরিয়াল, কসমেটিকস এবং এন্টিফাঙ্গাল উপাদান। এসব কারনে এটি ব্রণ-মেছতা প্রতিরোধে খুবই কার্যকর। মনে রাখবেন ‘টী ট্রি অয়েল’ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, খাওয়ার জন্য নয়। গিলে খেলে এর পরিনতি ভীষন খারাপ হতে পারে।
‘টী ট্রি অয়েল’ সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন অথবা অল্প পানিতে মিশিয়ে সারা মুখমন্ডলে মাখাতে পারেন।
১৯। এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল
02(1).jpg)
প্রোডাক্ট গুনাগুনঃ এটি গোটা ওঠা কমাতে সাহায্য করে, প্রদাহ সারায়, কালো কালো গুটি ওঠা বন্ধ করে। এর প্রাকৃতিক এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিব্যাকটেরিয়াল উপাদান বাহ্যিক সংক্রমণ রোধ করে যা কি না ব্রণ ওঠার জন্য দায়ী।
ব্যবহারবিধিঃ
ভালো করে মুখমন্ডল ধুয়ে ফেলুন। পানিতে কিংবা গোলাপ জলে পরিস্কার তুলা ভিজিয়ে তাতে কয়েক ফোঁটা এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল ঢেলে দিন। এখন এই ভেজা তুলা দিয়ে সারা মুখে আলতোভাবে ভাল করে মাখুন। পরিস্কার নেকরা দিয়ে মুছে নিন। এরপর আবার একই নিয়মে তুলা ভিজিয়ে ১-২ ফোঁটা এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল লাগিয়ে পিম্পল, একনি আক্রান্ত স্থানে আলতোকরে ১-২ সেকেন্ড ধরে লাগান।
২০। সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার
তৈলাক্ত, দাগযুক্ত ত্বক পরিস্কার করার জন্য সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার বেশ কার্যকর। এর মৃদু ফেনাযুক্ত ক্রিয়া ত্বকের তেল, ময়লা, ধুলা, মৃত কোষ আর মেইক আপের ফলে শুকিয়ে যাওয়া চামড়া ইত্যাদি দূর করে। এটি এমন উপাদানে তৈরী যা ত্বকের কোন ক্ষতি না করে ত্বকে জমা তেল দূর করে দেয়। এটি ত্বককে আর্দ্র রাখে। সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার ত্বকের ছিদ্রপথ বন্ধ করে না।
২১। নিউট্রিজেনা অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস
04(1).jpg)
নিউট্রিজেনা অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস এর অয়েল-ফ্রি ফরমূলা ত্বকের ছিদ্রপথের গভীরে প্রবেশ করে পরিস্কার করে। স্যালিসাইলিক এসিড সম্মৃদ্ধ এই অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস নিখুঁতভাবে ব্রণের গোঁড়া থেকে তুলে আনে এবং পরবর্তিতে পূনঃসংক্রমন রোধ করে এবং দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে রাখে অতিরিক্ত শুষ্কতা ও চুলকানি মুক্ত।
মনে রাখবেন, কোন একটি প্রোডাক্ট যথানিয়মে আর ধৈর্য সহকারে ব্যবহার না করলে সহজে আপনি পিম্পল মুক্ত হতে পারবেন না। কাজেই আপনার ধৈর্য আর নিবিড় যত্নই পারে আপনার ত্বকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে।
এতকিছুর পরেও যদি ব্রণ-মেছতা থেকেই যায় বা দূর না হয়, তাহলে একজন ত্বক বিশেষজ্ঞের স্মরনাপন্ন হোন। সেই সাথে একজন জেনারেল ফিজিশিয়ানের সাহায্যে পরীক্ষা-নিরীক্ষা করে জানুন যে আপনার হরমোনজনিত কোন কারন আছে কি না।

