স্বাভাবিক সাজে আকর্ষণ বেশি?
25 June,14
Viewed#: 88
প্রসাধনী বা সাজসজ্জা কম হলেই নারীকে বেশি আকর্ষণীয় মনে হয়৷ পুরুষদের চার ভাগের তিন ভাগই এমন মনে করেন৷ তবে নারীরা কোনো সাজগোজ ছাড়াই নিজেদের উপস্থাপনে আগ্রহী নন৷ বরং ‘স্বাভাবিক সৌন্দর্য’ ফুটিয়ে তুলতেও তাঁরা এক ধরনের মেকআপ নিতে খরচ করেন ঘণ্টার পর ঘণ্টা!
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক কিউভিসি পরিচালিত জরিপভিত্তিক এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে৷ জরিপে অংশগ্রহণকারী নারীদের মাত্র তিন শতাংশ বলেছেন, তাঁরা মুখমণ্ডল সব সময় সাজবিহীন রাখেন৷ অন্তত দুই-তৃতীয়াংশ নারী মেকআপসহ নিজেদের উপস্থাপনে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন৷ আর প্রতি সাতজনে একজন স্বীকার করেছেন, নিজেদের সৌন্দর্য সম্পর্কে বলতে গিয়ে তাঁরা সবসময় সত্যনিষ্ঠ থাকেন৷ তাঁরা যতটা মেকআপ নেন, লোকজনকে তার চেয়ে প্রায়ই কম বলে থাকেন৷ যুক্তরাজ্যের অনলাইন সাময়িকী ‘ফিমেলফার্স্ট’ এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে৷
কিউভিসির গবেষণায় অংশগ্রহণকারী ৬৮ শতাংশ নারী মনে করেন, সুন্দরভাবে নিজেদের উপস্থাপনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নিখুঁত ত্বক ও পরিপাটি চুল৷
সূত্র: আইএএনএস৷