হেপাটাইটিস মুক্ত দেশ গড়তে এবং এ সম্পর্কে সচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী ক্যাম্পেইন কর্মসূচি হাতে নিয়েছে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ। লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের সহায়তায় দি হাঙ্গার প্রজেক্টের আওতায় প্রতিষ্ঠানটি এ কর্মসূচি হাতে নেয়। ঢাকা জেলার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ২৯ এপ্রিল থেকে ২৮ জুলাই পর্যন্ত সচেতনতামূলক ক্যাম্পেইনিং করা হবে। আর এ লক্ষ্যে শুক্রবার লালমাটিয়া ইয়ুথ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক কর্মশালার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিভার...

