মস্তিষ্কের অপ্রতিরোধ্য রোগ অ্যালঝেইমার্স মূলত মানুষের স্মৃতিতে থাবা বসায়। সম্প্রতি এর আদি উৎসস্থলটি চিহ্নিত করতে পেরেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের (সিইউএমসি) একদল বিজ্ঞানী। এ আবিষ্কারের ফলে রোগের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে বলেও আশা করছেন তারা। বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, অ্যালঝেইমার্সের উৎসস্থল হিসেবে মস্তিষ্কের দু’টি এলাকা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। আর তা হল ‘হিপোক্যাম্পাস’ এবং সংলগ্ন ‘এন্টোরাইনাল...

