ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ফরমালিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
'বিষাক্ত ফরমালিনের যত্রতত্র ব্যবহার প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সভায় বাণিজ্যসচিব মাহবুব আহমেদ সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, ফরমালিনের আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয়, ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর পদার্থ হিসেবে ফরমালিনের অপব্যবহার রোধে টিসিবির মাধ্যমে তা আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে ফরমালিন নিয়ন্ত্রন আইন-২০১৩ প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৩' এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুত আইনটি পাস করা হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.আবুল হোসেন মিয়া এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) মনোজ কুমার রায়।
সূত্র -poriborton.com

