ওজন তিনি এতোটাই হয়েছিল যে চলা ফেরা করতে পারতেন না। আর মাত্রাতিরিক্ত ওজনের কারণে হাসপাতালে নিতে হয়েছে ক্রেনের সাহায্য নিয়ে। কারণ স্বাভাবিক ভাবে তাকে বহন করার মতো শক্তিবান পুরুষের খোঁজ পাওয়া যায়নি। তাই এই ব্যবস্থা।
এই ওজনওয়ালা যুবক সৌদি আরবের নাগরিক । তার নাম খালেদ মহসিন শাইরি। তার দেহের ওজন ৬১০ কেজি। তার এই দুরবস্থার খবর জানতে পেরে তাকে সুস্থ করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং দেশের রাজা।
রাজ খরচে তাকে তুলে আনা হয়েছে হাসপাতালে। রীতিমতো যন্ত্র দিয়ে। খালেদের বাড়ি সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে জিজান শহরে। সেখান থেকে বিশেষ বিমানে তাকে উড়িয়ে আনা হয় রাজধানী রিয়াদে। সেখানে ক্রেনের সাহায্যে বিমান থেকে নামানো হয় খালেদকে। তার আগে নিজের বাড়ি থেকেও খালেদকে ক্রেনের সাহায্যে বের করে আনা হয়।
রাজা আবদুল্লার নির্দেশে খালেদের জন্য হাসপাতালে বিশেষ শয্যা নির্মিত হয়েছে। শুধু খালেদের জন্য সেই বিশেষ বিছানা আমেরিকা থেকে বানিয়ে রিয়াদে আনা হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে খালেদের রোগের ধরন বা বয়স প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, হাসপাতালে খালেদের ওজন কমানোর চেষ্টা করা হবে।
সূত্র - poriborton.com

