মালয়েশিয়ায় গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তার ডান পা গোড়ালির ওপর থেকে ভেঙে গেছে। বর্তমানে তিনি কুয়ালামপুরের তুংশিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
মঙ্গলবার বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস পরিবর্তন ডটকমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাহী বি চৌধুরীর বাবা সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জানান, গত রোববার সপরিবারে মালয়েশিয়া গিয়েছিলেন তারা। সেখান থেকে সস্ত্রীক থাইল্যান্ড যাওয়ার কথা ছিল তার। ছেলে মাহী বি চৌধুরী বাবা-মাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে হোটেলে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।
বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম পরিবর্তন ডটকমকে জানান, মাহী বাবা বি. চৌধুরী ও মা হাসিনা ওয়ার্দা চৌধুরীকে ব্যাংককগামী বিমানে উঠিয়ে দিয়ে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে ফিরছিলেন। হোটেলের সামনে তিনি গাড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে ডান পায়ে গুরুতর আঘাত পান। ওই সময় কুয়ালালামপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পরে মাহীকে কুয়ালালামপুরের জালান পুদুর এলাকার তুংশিন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের শল্য চিকিৎসক ড. চাই-এর তত্ত্বাবধানে মাহীর পায়ে চার ঘণ্টাব্যাপী অস্ত্রপচার করা হয়। তার পায়ে ৯টি স্ক্র ও স্টিল প্লেট সংযোজন করা হয়েছে। বর্তমানে মাহীর অবস্থা উন্নতির দিকে।
এদিকে বিকল্প ছাত্র ধারা বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শোভন জানান, বিকল্প ধারার কেন্দ্রেীয় কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এতে মাহী বি চৌধুরীর সুস্থতা কামনা করা হবে।
সূত্র - poriborton.com

