মহাজোট সরকারের শেষের দিকে এসে রোববার বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। পাট নিয়ে মহাজোটের এসব সাফল্যকে সুসংবাদ হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, "২০১০ সালের ১৬ জুন পাট নিয়ে জাতীয় সংসদে সুখবর দিয়েছিলাম। আমাদের দেশের বিজ্ঞানীরা তোষা পাটের জীবন রহস্য উদ্ভাবন করেছেন। আমি এখন সুখবরে বলতে চাই, আমাদের বিজ্ঞানিরা বর্তমানে দেশি পাটেরও জীবন রহস্য উদ্ভাবন করেছেন। পাট আমাদের জাতীয় সম্পদ, এখন পাটের পূর্ণাঙ্গ জেনম তত্ত্ব আমাদেরই হাতে। এটাই আমার মূল ঘোষণা, এটাই সুখবর”।
এর আগে, দেশের জাতীয় সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশের সম্পদ দেশের কাজে লাগাতে হবে।”
দেশের সম্পদ দেশের কাজে লাগাতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "পাট বাংলাদেশের সোনালী আঁশ। এই সোনালী আঁশ বিক্রি করে আমরা রুপালি টাকা আয় করি।
এসময় উপস্থিত ছিলেন পাট নিয়ে গবেষোনা করে সাফল্য পাওয়া বিজ্ঞানী মাকসুদুল আলম।
প্রধানমন্ত্রী এ বিষয়টি গণমাধ্যমে ভালভাবে প্রচারে আহ্বান জানিয়ে বলেন, "সোনার বাংলার সোনার পাট।"
সূত্র - poriborton.com

