বয়স ৩৬ বছর পরিমার্জন করে সেবক/সেবিকা নিয়োগে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।
শুক্রবার সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত সমাবেশ ও সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিয়োগ নিশ্চিত জেনে চাকরির আবেদন নিয়ে ডিপ্লোমা নার্সরা যখন ব্যস্ত, তখন সেবা পরিদপ্তরের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী, নামধারী কিছু নার্স নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে হীন চক্রান্তে মেতে উঠেছে।
বক্তারা অভিযোগ করেন, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নার্স নিয়োগের চেষ্টা করছে। এর মাধ্যমে কিছু কর্মকর্তা অসহায় বেকার নার্সদের হয়রানি করার ষড়যন্ত্রে লিপ্ত।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ সব ষড়যন্ত্রকারী কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজা হেনার সভাপত্বিতে সমাবেশ ও সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. আবুল ফজল, সাবেক মহাসচিব আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

