এখন বা-হাতি মানুষদের নিয়ে সমালোচনা কিছুটা কমলেও একসময় এ নিয়ে কম আদা-জল ঝড়ানো হতো না। স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মস্থলেও কম-বেশি বিদ্রুপ-ঠাট্টার মন্তব্য শুনতে হতো এই বাঁ-হাত প্রাধান্য নির্ভর মানুষদের। অথচ বিশ্বের বিখ্যাত কিংবা কুখ্যাত, আলোচিত কিংবা সমালোচিত যাই ধরুনা কেন সব ক্ষেত্রেই কিন্তু এই বাহাতি’দের অবাধ বিচরণ রয়েছে কম বেশি। আর থাকবেই বা না কেন। বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ জন্মগত ভাবেই বাহাতি। এই বাঁ-হাতিরা প্রতিবছর ১৩ আগষ্ট পালন করে বিশ্ব বাঁ-হাতি দিবস।
এই ১০ শতাংশকে অবশ্য বরাবরই অবহেলা করা হচ্ছে। যার প্রমাণ কম্পিউটারের মাউস থেকে শুরু করে আলমারির হাতল সব কিছুই তৈরি ডান হাতি ব্যবহারকারী মানুষদের জন্য। অন্যদিকে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রেও এখন ডান পন্থী আর বামপন্থির লড়াই চলছে। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে সব জায়গায়ই বামপন্থিরা কোনঠাসা। এক্ষেত্রে বা-হাতিরাও একই অবস্থায় আছেন। অথচ মোনালিসার সেই ভুবন জয়ী ছবিটি আঁকা হয়েছে বাঁ-হাতেই। কারণ ছবিটির স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন বাঁ-হাতি। এমনই কিছু বিখ্যাত বাঁ-হাতি মানুষদের নিয়ে এ প্রতিবেদন।
বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো তুলি ধরতেন বাঁ-হাতে। পরিসংখ্যান বলছে, বাঁ-হাতি মানুষেরা কেবলমাত্র সৃজনশীলতাতেই নজির সৃষ্টি করেছেন তাই নয়, এদের বেশিরভাগই কূটনৈতিক দিক থেকে যথেষ্ট সফল।
রাজা আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপার্ট, জুলিয়াস সিজার, রানী ভিক্টোরিয়া, মহাত্মা গান্ধী, বিল ক্লিনটন,বারাক ওবামা বাঁহাতি ছিলেন। ওসামা বিন লাদেনও ছিলেন বাঁ-হাতি।
বিশ্বের অনেক বিখ্যাত ক্রিকেটার রয়েছে যারা বাহাতের নৈপূন্য দেখিয়ে মাঠ কাঁপিয়েছেন। তাদের মধ্যে ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলী, সোবার্স, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, সাকিব আল হাসান, ইরফান পাঠান, যুবরাজ সিং, গৌতম গম্ভীর অন্যতম। ফুটবলের আইকন ম্যারাডোনা বা বাদ যায় কেন? তিনিও তো বাঁ-হাতি।
বাঁ-হাতিদের চিন্তা শক্তিও নাকি খুব ভাল। লিও তলস্তয় বা মার্ক টোয়েনের মতো বাঁ-হাতি সাহিত্যিকদের কথা কে না জানে। অ্যালবার্ট আইনস্টাইনও পরেন এই দলেই! অভিনয় জগতের চার্লি চ্যাপলিনের কথা কি কেউ কোনও দিন ভুলতে পারে? বাঁ-হাতি এই অভিনেতা প্রতিভা নিয়েই জন্মেছিলেন বলা যায়। এছাড়া টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জোলি, অমিতাভ বচ্চন, বাহাতি ছিলেন। শিল্পপতি বিল গেটস’ও বাঁ-হাতিদের দলে। রতন টাটার মতো বাঁ-হাতি শিল্পপতিদেরতো এখন চারিদিকে জয়জয়কার। কাজেই বাঁ-হাতিদের আর বাঁকা চোখে দেখার কোন সুযোগ নেই।
সূত্র - poriborton.com

