চলতি বছরের জুনে ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লেখান নেইমার। এরপর সময় মতো দলের সাথে অনুশীলনেও যোগ দেন তিনি। কিন্তু শারিরীক অসুস্থতার কারণে শুরু থেকেই বার্সার জার্সি গায়ে মাঠে নামার সৌভাগ্য হয়নি নেইমারের।
গেল সপ্তাহে বার্সেলোনার হয়ে অভিষেক ঘটে নেইমারের। পোল্যান্ডে লেচিয়া গাদাসনেকের হয়ে প্রীতি ম্যাচে ক্যাটালানদের হয়ে প্রথমবারের মত মাঠে নামার সুযোগ পান ২১ বছর বয়সী নেইমার। সে ম্যাচে গোল পাননি ব্রাজিল তারকা। তবে সতীর্থদের দিয়ে ঠিকই গোল করিয়ে নিয়েছেন। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
সর্বশেষ গত শনিবার ঘরের মাঠে জোয়ান গাম্পার ট্রফিতে বার্সেলোনার হয়ে সাবেক ক্লাব সান্তোসের বিপক্ষে অভিষেক ঘটে নেইমারের। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরো সময় মাঠেই ছিলেন তিনি। ম্যাচটি ৮-০ গোলে জিতে শিরোপা উৎসবে করে বার্সা।
তবে ওই ম্যাচের পরই দুঃসংবাদ শুনতে হয়েছে বার্সেলোনাকে। নেইমার ‘অ্যানিমিয়া’ রোগে আক্রান্ত বলে স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে জানান ক্লাবের ডাক্তাররা। তাই দ্রুত নেইমারের সুস্থতার জন্য পদক্ষেপ নিয়েছেন তারা। কাতালন ক্লাবটির একটি সূত্র জানায়, দ্রুত সুস্থতার জন্য নেইমারের খাদ্য তালিকায় পরিবর্তন আনা হয়েছে। খাদ্যের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে বেশ কয়েক ধরনের ভিটামিন সেবনের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
সূত্র - natunbarta.com

