দেশের প্রখ্যাত চিকিৎসকরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তারা হলেন হেপাটোলজি বিভাগ, বিএসএমএমইউর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম খোরশেদ আলম, বারডেম হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. মো. গোলাম আজম ও ডা. মো. গোলাম মোস্তফা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আবু সাইদ।
তারা উল্লেখ করেন, ভাইরাল হেপাটাইটিস বাংলাদেশে লিভার রোগের অন্যতম কারণ। পরিসংখ্যানে দেখা যায়, জন্ডিস নিয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তাদের শতকরা ৪৩ ভাগ হেপাটাইটিস 'ই', ২২ ভাগ হেপাটাইটিস 'বি', ৮ ভাগ হেপাটাইটিস 'এ', ৩ ভাগ হেপাটাইটিস 'সি' এবং ২৪ ভাগ অন্যান্য কারণদ্বারা আক্রান্ত। মহামারী আকারে শুষ্ক এবং বর্ষা মৌসুমে জন্ডিসের প্রধান কারণ হেপাটাইটিস 'ই' ভাইরাস। বাংলাদেশে জনগোষ্ঠী ৪.৪ থেকে ৭.৮ ভাগ দেহে হেপাটাইটিস 'বি' ভাইরাসের জীবাণু বহন করে।
সারা বিশ্বে প্রায় ১৭০ মিলিয়ন লোক হেপাটাইটিস 'সি' ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে ১% লোকের দেহে 'সি' ভাইরাসের জীবাণু রয়েছে। হেপাটাইটিস 'বি' ও 'সি' মূলত রক্তরস, দূষিত সিরিঞ্জ, খতনা, নাপিতের ক্ষুর কিংবা মায়ের থাকলে শিশুর দেহে ছড়ায়। সম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এক পরিসংখ্যানে দেখা যায়, গ্রামবাংলার নিভৃত পল্লীতে যারা বসবাস করেন তাদের মধ্যে শতকরা ৪.১৮ ভাগ লোক হেপাটাইটিস 'বি' ভাইরাস বহন করে। গাজীপুরের মাওয়া থানার ওপর এক পরিসংখ্যান চালিয়ে দেখা যায়, গ্রামবাংলার শতকরা ০.৫ ভাগ লোক হেপাটাইটিস 'সি' ভাইরাস বহন করে।
হেপাটাইটিস 'বি' ভাইরাস দীর্ঘমেয়াদি লিভার প্রদাহের অন্যতম কারণ। যারা যৌনকর্মী তাদের মধ্যে শতকরা ৮.০ ভাগ হেপাটাইটিস 'বি' ভাইরাসে আক্রান্ত। শিশুদের মধ্যে শতকরা ১৫.৪, পল্লী চিকিৎসকদের মধ্যে শতকরা ৩৫.৫ ভাগ হেপাটাইটিস 'বি' ভাইরাস বহন করে। হেপাটাইটিস 'বি' ভাইরাস বহনকারীদের মধ্যে শতকরা ৪০ ভাগ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস এবং শতকরা ৪১ ভাগ লিভার সিরোসিসে ভোগে।
বাংলাদেশে লিভার ক্যান্সারের জন্য হেপাটাইটিস 'বি' ভাইরাস ২৫-৪০ ভাগ ক্ষেত্রে দায়ী। হেপাটাইটিস 'বি' ভাইরাস আক্রান্ত গর্ভবতী মায়েদের বিশেষ করে শেষ তিন মাস থেকে প্রসবের সময় পর্যন্ত ৩১ থেকে ৮৫ ভাগ ক্ষেত্রে নবজাতকের দেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। দূষিত রক্ত, সিরিঞ্জ, মা থেকে সন্তানের এবং অনৈতিক মেলামেশা ইত্যাদির মাধ্যমে হেপাটাইটিস 'বি' ও 'সি' ভাইরাস ছড়ায়। হেপাটাইটিস 'বি' ভাইরাসের বিরুদ্ধে টিকা এখন সর্বত্র পাওয়া যায়। সব বয়সের লোক এ টিকা নিলে 'বি' ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব কিন্তু যেহেতু 'সি' ভাইরাসের কোনো টিকা এখনো আবিষ্কার হয়নি, সেহেতু সংশ্লিষ্ট সবার সাবধানতা অবলম্বনের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক মবিন খান দীর্ঘমেয়াদি হেপাটাইটিসের কারণ 'বি' এবং 'সি' ভাইরাসের প্রাদুর্ভাব ও ক্ষতিকর দিকগুলো বিস্তারিত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, 'বি' ও 'সি' ভাইরাসে আক্রান্ত রোগীরা দীর্ঘমেয়াদি লিভার সিরোসিস, লিভার ফেইলিওর, লিভার ক্যান্সারের মতো দুরারোগ্য কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হয়। এ রোগ প্রতিরোধের বিষয়ে জনসচেতনতার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি এ ব্যাপারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় উল্লেখযোগ্য অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

