দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী মান্না দে এখন সম্পূর্ণ সুস্থ । চলতি বছরের ৮ই জুন বুকে সংক্রমণসহ বার্ধক্যজনিত কারণে তাকে বেঙ্গালুরুরের এক বেসকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়ছিল। কিন্তু অদম্য মনের জোর ও দেশ বিদেশের সকল সংগীত পিপাসুদের শুভ কামনা তাকে আবার সকলের মধ্যে ফিরিয়ে এনেছে।
তিনি আবার বাঁধা পড়লেন দুই বাংলার ভালোবাসার মাঝে। তার আরোগ্য কামনায় সকলের সাথে মিলিত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ও। তিনি মান্না দে'র দীর্ঘায়ু কামনা করেন।
শিল্পীর প্রতীক্ষা ও বিরহের দিন গুনতে গুনতে কোথাও যেন একা হয়ে পড়েছিল কফি হাউসও। মান্না দে'র সাথে কাটানো সেই সোনালি বিকেলের আড্ডার অপেক্ষায় আছে সকল সংগীত প্রেমিদের সাথে কফি হাউস নিজেও। আড্ডার রসদ জোগানো এই আমুদে শিল্পী, এখন সুস্থ আছেন বেঙ্গালুরুর নিজ বাসভবনে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি খাওয়া দাওয়াও ঠিক মতো করছেন। এছাড়া নিজেকে বেঁধে রাখতে চাইছেন সংগীতের সাথে।
সূত্র -poriborton.com

