লম্বা গড়নের নারীদের মধ্যবয়সে ত্বক, স্তন, অন্ত্র, জরায়ু, কিডনি, থাইরয়েড ও ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। নতুন এক গবেষণার ভিত্তিতে মার্কিন চিকিৎসাবিজ্ঞানীরা এমনটি দাবি করেছেন। এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ক্যানসার, এপিডেমিওলজি, বায়োমার্কার্স অ্যান্ড প্রিভেনশন সাময়িকী। এতে বলা হয়, একজন নারীর উচ্চতা প্রতি ১০ সেন্টিমিটার বেশি হওয়ার কারণে মেনোপজ-পরবর্তী যেকোনো ক্যানসারের আশঙ্কা ১৩ শতাংশ বেড়ে যায়। আর এ ক্ষেত্রে কিডনি, মলাশয়, থাইরয়েড ও রক্তের ক্যানসারের আশঙ্কা বাড়ে ২৩ থেকে ২৯ শতাংশ। সংশ্লিষ্ট প্রধান গবেষক ও নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের অধ্যাপক জিওফ্রি ক্যাবাট বলেন, তাঁরা নারীর উচ্চতার সঙ্গে প্রায় সব ক্যানসারের এ রকম সম্পর্ক দেখে বিস্মিত হয়েছেন। টেলিগ্রাফ
সূত্র - প্রথম আলো

