ওয়েলিংটন: এখন স্লিম মানুষের যুগ। এজন্য একটু মোটাদের সহ্য করতে হয় নানা বিড়ম্বনা। কিন্তু মোটা অভিবাসীদের কি দেশে থাকতেও দেবে না নিউজিল্যান্ড সরকার!
সম্প্রতি নিউজিল্যান্ড সেদেশে বসবাসরত দক্ষিণ আফ্রিকার এক বাবুর্চিকে সাফ জানিয়ে দিয়েছে যে, নিউজিল্যান্ডে বাস করার জন্য তিনি একটু বেশিই মোটা।
অ্যালবার্ট বুইটেনহুইস নামে ওই ব্যক্তির ওজন ১৩০ কেজি। তাই নিউজিল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা তাকে সাফ জানিয়ে দিয়েছেন, তার স্বাস্থ্য গ্রহণযোগ্য মাত্রায় নেই।
তবে, নিউজিল্যান্ডে এসে কিন্তু অ্যালবার্ট ৩০ কেজি ওজন কমিয়েছেন। ছয় বছর আগে অ্যালবার্ট যখন দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আসেন তখন তার ওজন ছিল ৬০ কেজি।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অ্যালবার্ট ভিসা নবায়ন করতে গেলে তার ভিসা আটকে দেন বলে অ্যালবার্টের স্ত্রী মার্থি জানিয়েছেন।
তিনি বলেন, “বছরের পর বছর আমরা ভিসা নবায়নের আবেদন জানিয়েও কোনো ফল পাচ্ছি না। আমরা যখন প্রথম নিউজিল্যান্ডে আসি, তখন অ্যালবার্টের ওজন আরো বেশি ছিল। অথচ তখন তাকে ভিসা দেয়া হয়েছিল।”
তাই অ্যালবার্টের ওজন এখন কিছুটা কমেছে জানিয়ে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রীর কাছে আবেদন করেছে এই দম্পতি।
এদিকে, দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, অ্যালবার্টের আবেদন বাতিল করা হয়েছে। কারণ স্থুলতার জন্য তিনি ডায়বেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন।
তিনি আরো জানান, নিউজিল্যান্ডের সব অভিবাসীর জন্য গ্রহণযোগ্য স্বাস্থ্য বাঞ্ছনীয়।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে সম্প্রতি স্থুলতার মাত্রা বেড়ে গেছে। সূত্র: বিবিসি
সূত্র - নতুন বার্তা ডট কম

