কুমিল্লার চান্দিনায় দীর্ঘ ৮ বছর পর দ্বিতীয় বারের মতো উদ্বোধন করা হলো মহিচাইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
শনিবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিআইচও) মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী, সাধারণ সম্পাদক তপন বক্সীসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি জামায়াত জোট সরকারের তৎকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. রেদোয়ান আহমেদ ২০০৫ সালের ১৬ এপ্রিল হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৫-২০০৬ অর্থ বছরে ৩.৬১ একর ভূমির উপর ৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয়। ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর ডেপুটেশনের মাধ্যমে দুইজন মেডিকেল অফিসার, তিনজন নার্সসহ আরও কয়েকজন কর্মচারী নিয়ে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালের ২ মার্চ তাদের ডেপুটেশন বাতিল করা হয়।
পরবর্তীতে এ ২০ শয্যা হাসপাতালটি একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায় পরিচালিত হয়ে আসছিল। চলতি মাসের ২৭ জুলাই হাসপাতালের পূনঃউদ্বোধন করা হয়। তবে এখনি অান্তঃবিভাগ চালু হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুনঃউদ্বোধনের কারণ জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ বাংলানিউজকে কোনো সদুত্তোর দিতে পারেননি।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

