ফরমালিন আমদানি নিয়ন্ত্রণের প্রস্তাব
24 July,13
Posted By: Healthprior21
Viewed#: 58
রফতানি যোগ্য পণ্যের ক্ষেত্র বৃদ্ধি ও শিল্প প্রতিষ্ঠান রক্ষায় আরো কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের(ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। অন্যদিকে ফরমালিন আমদানি নিয়ন্ত্রণ করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা।
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
ফরমালিন আমদানি নিয়ন্ত্রণে ডিসিদের প্রস্তাব প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন,‘সরকার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেউ ফরমালিন আমদানি করতে পারবে না। এখন পর্যন্ত একটি মাত্র প্রতিষ্ঠান ফরমালিন আমদানির আবেদন করেছে। এখনও অনুমতি দেওয়া হয় নি।’
জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করার আহ্বান জানান মন্ত্রী।
এসময় ডিসিরা মনিটরিংয়ে সমস্যার কথা তুলে ধরেন। তারা উদাহরণ দিয়ে বলেন, প্রশাসনের কাছে গেলে কম দামের কথা বলছে। কিন্তু ভোক্তারা গেলে বেশি দাম আদায় করছে। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা বেশি দামে কেনার অজুহাত দেখায়।
বৈঠক সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি। ওই অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই হাজার আটশ’ মিলিয়ন ডলার। আর চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার পাঁচশ’ মিলিয়ন ডলার।
রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রফতানির তালিকায় নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করতে হবে। ওয়ান ডিস্ট্রিক ওয়ান প্রোডাক্ট (ওডিওপি) প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।
একই সঙ্গে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় অবস্থিত শিল্প প্রতিষ্ঠান রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষায় আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম
More in News
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
See details
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
See details
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
See details
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
See details
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
See details
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
See details