রাজধানীতে ১৩ হারবাল প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীকে সাজা দিয়েছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
অশ্লীল বিজ্ঞাপন, অনুমোদনহীন ওষুধ বিক্রি ও অনুমোদনছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ৮ জনকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। পাঁচ জনকে জরিমানা করা হয় সাত লাখ টাকা। এসময় সাতটি হারবাল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও তাদের মালামাল ও ওষুধ জব্দ করা হয়।
সোমবার বিকালে ফার্মগেট এলাকায় র্যাবের মোবাইল কোর্ট এ অভিযান চালায়।
দণ্ডাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, আদি ইউনানী, জেনুইন হারবাল, নবজীবন হারবাল, দি সিঙ্গাপুর হার্বাল, ছাফি হোমিও হল, দেশ হারবাল ও হারবাল থেরাপি।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট শফি মো. ফরহাদ হোসেন নতুন বার্তা ডটকমকে জানান, জরিমানা ও বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছিল। মানুষকে প্রতারিত করার উদ্দেশ্যে তারা অশ্লীল বিজ্ঞাপনও প্রচার করছিল।
সূত্র - নতুন বার্তা

