জীবনে অনেকবার সম্পর্কে জড়িয়েছেন সালমান খান। কিন্তু কোনো সম্পর্ককেই পরিণতির দিকে নিয়ে যেতে পারেননি। কোনো না কোনো সমস্যায় পড়েছেন। বলিউডের অনেক নায়িকাই তার কাঁধে ভর করে বলিউডে নিজ অবস্থান পোক্ত করেছে কিন্তু পরক্ষেণেই ভুলে গেছে তাকে।
তাই সারোগেট পদ্ধতির মাধ্যমে সন্তান নিয়েও প্রকৃতভাবে সুখী হতে পারেন সালমান। এমনটাই মনে করেন রাখি সাখাওয়ান্ত। সারোগেসি ব্যাপারটা ভালো লাগে তার। ভারতের অসংখ্য মানুষ এ পদ্ধতিতে সন্তানগ্রহণ করছে। সালমানেরও এ পথে হাঁটা উচিত বলে মনে করেন ভারতের এই বিতর্কিত মডেল।
সূত্র - নতুন বার্তা

