একজন নারী সারা জীবনে তাঁর চুলের সজ্জায় ১৫০ দফা পরিবর্তন আনার চেষ্টা করেন। কাটার ধরন, রঙের ব্যবহার থেকে শুরু করে নানা সজ্জা পরখ করতে তাঁরা ঝুঁকি নিতেও প্রস্তুত থাকেন। এই পরিবর্তনের উপলক্ষগুলোর মধ্যে আছে বিয়ে, মা হওয়া, বিচ্ছেদ, জন্মদিন, জনপ্রিয় কোনো তারকার অনুকরণ। চুলের সজ্জার ধরন নিয়ে দুই হাজার নারীর ওপর পরিচালিত এ গবেষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক চুলের সজ্জাবিষয়ক প্রতিষ্ঠান টনি অ্যান্ড গাই স্টাইলিস্ট। গবেষণায় দেখা গেছে, প্রতি ২০ জনের মধ্যে একজন প্রতিবার হেয়ার ড্রেসারে কোনো না কোনো নতুন সজ্জা বা স্টাইল আনার চেষ্টা করেন। ১৫ থেকে ৬৫ বছরের নারীরা বছরে অন্তত দুবার চুলের সজ্জা এবং একবার রং পরিবর্তন করেন। এই সময়ের মধ্যে কেউ কেউ অন্তত চুলের রঙের পরিবর্তন আনেন অন্তত ১০০ বার। আর চুলের বর্তমান ধরনে সন্তুষ্ট নন, এই কারণেই ৬৪ ভাগ নারী সজ্জা পরিবর্তন করেন।
সূত্র - প্রথম আলো

