আগোরায় এবার ভেজাল পণ্য, ফের দেড় লাখ টাকা জরিমানা
02 June,14
Viewed#: 213

ভেজাল পণ্য উৎপাদন, বিক্রয় ও প্রতারণার জন্য জরিমানা দেওয়া যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে আগোরার(রহিমআফরোজ সুপার স্টোর)। গ্রাহকের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। এবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের(বিএসটিআই) কাছে প্রতিষ্ঠানটির প্রতারণা হাতেনাতে ধরা পড়েছে।
ফরমালিনযুক্ত আম বিক্রির দায়ে জরিমানা দেওয়ার রেশ কাটতে না কাটতেই রোববার প্রতিষ্ঠানটিকে দেড়লাখ টাকা গুণতে হলো বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য বিক্রির কারণে।
এদিন সীমান্ত স্কয়ারের(রাইফেলস স্কয়ার) আগোরা সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শীলু রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
বিস্কুট, সফট ড্রিংকস, আফটার সেভ লোশন, টুথপেস্ট, হেয়ার অয়েল, কারি পাউডার, ওয়েফার বিস্কুটের(হক ডিং ডং) সিএম লাইসেন্স না নিয়ে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় আগোরাকে এ জরিমানা করা হয়।
আগোরার প্রতারণা নিয়ে বাংলানিউজকে একজন বলেন, ভেজালের জন্য শুধু জরিমানা নয়, আগোরার লোকদের কারাদণ্ডেরও ব্যবস্থা করতে হবে। যদি পণ্যের মান নিশ্চিত না করতে পারে, তবে তা কেন বিক্রি করা হবে? কেনইবা বিএসটিআই’র নাম প্রতারণার জন্য ব্যবহার করা হবে।প্রশাসনকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
এর আগে গত বুধবার আগোরার গুলশান শাখায় ফরমালিনযুক্ত আম পেয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছিলেন আরেকটি ভ্রাম্যমাণ আদালত। আর জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে নেওয়া হয়।
বিষয়টি ধামাচাপা দিতে কৌশলও নেয় আগোরা। একটি প্রথম সারির জাতীয় দৈনিকের বিজ্ঞাপন বাণিজ্যের প্রতি ঝোঁককে পুঁজি করে বিশাল আকারে বিজ্ঞাপন ছাপায় আগোরা।
এর আগেও বিভিন্ন সময়ে ফরমালিন দেওয়া নিম্নমানের পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর খাবারের কারণে জরিমানা গুণতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। গত বছরের ২১ আগস্ট বিএসটিআই ফরমালিন মেশানো আম ও মেয়াদোত্তীর্ণ দই পাওয়ায় হাতিরপুলের আগোরা সুপার শপকে (বিএসটিআই) ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আগোরাকে জরিমানা করে।
একই বছরের ৮ আগস্ট একই অভিযোগে সুপার শপটির জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
সূত্র - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম