ওজন কমাতে মরিয়া সকলে৷ রোজ দুবেলা দৌড়ে, হাজারে কসরৎ করেও কোনো ফল পাননি তো? এক কাজ করুন সকাল ৭.১১র মধ্যে ব্রেকফাস্ট সেড়ে ফেলুন৷ গবেষকেরা বলছেন এতে নাকি একসঙ্গে বেশ কয়েক কিলোক্যালোরি কমতে পারে৷
ফ্রোজা সাপ্লিমেন্টসের একটি গবেষণায় ১,০০০ জন মানুষকে নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট খেতে বলা হয়৷ এর ফলে ওজনের বেশ খানিকটা তারতম্য দেখা গেছে৷ এই ফার্মের ম্যানেজিং ডিরেক্টর লি স্মিথ জানান বেশির ভাগ ক্ষেত্রেই আপনি কতটা খেলেন বা গুরুত্ব রাখে না তবে কখন খাবার খেলেন তার প্রভাব অনেক বেশি৷
গবেষণায় দেখা গেছে সকালের নাস্তা খাওয়ার আদর্শ সময় ৭টা বেজে ১১ মিনিট৷ দুপুরের লাঞ্চ ঠিক ১২.৩৮ ও সন্ধ্যে ৬টা বেজে ১৪ মিনিটি রাতের খাবার খাওয়ার সেড়ে ফেলা উচিত৷ স্মিথ জানিয়েছেন, খাবারের সময়ের মাঝে লো ফ্যাট স্ন্যাক্স জাতীয় খাবার খাওয়া যেতে পারে৷
সূত্র - natunbarta.com

