home top banner

খবর

‘টোকায়্যা-বিচরাইয়্যা খাই, ডিম-মাংস পামু কই’
২৬ মার্চ, ১৪
Tagged In:  teen health   Posted By:   Healthprior21
  Viewed#:   11

‘এক ভাগা দশ, এক ভাগা নেন দশ টেকা’। এভাবে এক কিশোরী ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে। ওর সামনে রয়েছে ভাগ ভাগ করে রাখা পেঁয়াজ আর আদা। সেগুলোই বিক্রি করছে।

কারওয়ান বাজারের সবজি বাজারে পাইকারি, খুচরা বিক্রির রমরমা আসরে কিছু হতদরিদ্র বিক্রেতাও রোজগারের চেষ্টায় বসে। এই কিশোরী তাদেরই একজন। ২০ মার্চ বিকেলে কথা হলো ওর সঙ্গে।

নাম কী জিজ্ঞেস করতেই মিষ্টি হেসে বলল, ‘আলেয়া’।

বয়স সবে ১৩ পেরিয়েছে। কিন্তু অপুষ্ট শরীরে ক্লান্তির চিহ্ন বেশ স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। কথায় কথায় আলেয়া জানায় তার বৃত্তান্ত। ওর মা আম্বিয়া বেগম ভাগা সবজি বিক্রি করেন। বিভিন্ন সবজির দোকানে ঘুরে ঘুরে প্রায় নষ্ট বা থেঁতলানো, কিছুটা অচল তরিতরকারি জোগাড় করেন। কখনো নামমাত্র দামে, আবার কখনো এমনি এমনি। সেগুলোই ভাগে ভাগে সাজিয়ে বসেন বাজারের কোনো একটা কোণে। সেই তরকারি বিক্রি করেই ওদের পাঁচজনের সংসার চলে।

জানতে চাই, ‘পাঁচজন কে কে?’

‘আমি, আমার বইন-ভাই, মা আর নানা।’

‘তোমার বাবা কোথায়?’

চোখটা একটু নামায় এবার। ‘মইর‌্যা গেছে। মায় আর নানায়-ই তো সংসার চালায়।’

‘তবে, তুমি বিক্রি করছ কেন?’

‘নানায় নমাজ পড়তে গেছে আমারে বসায়া রাইখ্যা। তয়, মাঝেমইধ্যে আমিও বিক্রি করি। কিন্তু যখন ইশকুলে যাই, তহন তো বসতে পারি না।’

‘কোন স্কুলে পড়ো?’

হাত উঁচিয়ে বাজারের দোতলাটা দেখিয়ে দেয়, ‘ওইখানে আমগো একটা ইশকুল আছে। সেইখানে।’

কথা বলতে বলতেই ওর নানা চলে আসেন। আলেয়ার ছুটি মেলে। ওকে নিয়ে দেখতে চললাম ওর স্কুল। কারওয়ান বাজারের দোতলার চটের বস্তার ভিড়ের এক কোণে একটু জায়গা খালি পড়ে আছে। সেই জায়গাটা দেখিয়ে বলে, ‘এইখানে আমাদের ইশকুল বসে। দুপুর একটা থেইক্যা পাঁচটা পর্যন্ত পড়ি।’

‘স্কুলের নাম কী? কোন ক্লাসে পড়ো?’

‘শিশু তরী এনজিও’ স্পষ্ট উচ্চারণে নামটা বলে। ‘আর এইখানে তো কোনো ওয়ান-টু কেলাস নাই। আমরা এখানে খালি নাম লিখা, বাংলা-ইংরাজি লিখি।’

আলেয়া কথায় কথায় আরও জানায়, এই এনজিও মূলত বস্তি বা পথশিশুদের অক্ষরজ্ঞান, তারও পরে কিছুটা বাক্য লিখতে শেখায়। পড়ার মেয়াদ এক থেকে দেড় বছর। এর মধ্যে শিখে ফেললেই ইস্তফা দেয় স্কুল থেকে।

হঠাৎই চোখে পড়ল ওর ডান হাতের কবজির নিচ থেকে হাতটা নেই। এতক্ষণ খুব সাবধানে ওড়নার আড়ালে লুকিয়ে রেখেছিল। জিজ্ঞেস করলাম, ‘কীভাবে কেটেছে? জন্ম থেকেই?’

দুই দিকে মাথা নাড়ে। তারপর ধীরকণ্ঠে বলে, ‘ছোটবেলায় যখন পরথম ঢাকা আইছি, তহন। তিন-চারই বছর হইব। রেললাইনের ওপর দৌড়াইতাছিলাম। হঠাৎ একটা ট্রেন আইয়্যা পড়ল, মাথায় বাড়ি খাইয়্যা পইড়া গেছিলাম। আর ট্রেনের চাকা হাতের ওপর দিয়া গেছে। পরে সবাই হাসপাতালে লইয়্যা গেছিল।’ খানিক থেমে বলে, ‘তয় এইগুলা আমি মার মুখ থাইক্যা শুনছি বড় হইয়া।’

জিজ্ঞেস করলাম, ‘সকালে কী খেয়েছ?’

‘ভাত খাইছি, আলুর তরকারি দিয়া।’

‘আর দুপুরে?’

‘দুপুরেও হেইটাই খাইছি। মায় তো কামে আইসা পড়ে। তহন আর রান্ধে না। তয় রাইতে মনে হয় পাঙাশ মাছ রানব।’ ওর ক্লান্ত চোখ হঠাৎ চকচক করে ওঠে।

‘এই বয়সে তো দুধ, ডিম, মাংস এগুলো খাওয়া দরকার। না হলে পুষ্টি হবে না।’

‘পুষ্টির কথা কী কন বুজি না। মাংস খাই দুই/তিন মাস পরে। আসলে আপা, আমরা তো টোকায়্যা-বিচরাইয়্যা খাই, ডিম-মাংস পামু কই! তয় মাঝেমইধ্যে টেকা থাকলে হেইগুলা কিনে। তহন সবাই মিল্লা খাই।’

তারপর প্রায় ফিসফিসিয়ে বলে, ‘তয় আপা, দুধ খাইতে খুব মন চায়, খুব স্বাদের খাওন! কবে যে খাইছি, মনে নাই।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: মা ও শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ প্রশংসিত
Previous Health News: অপুষ্টিতে ভুগছে কিশোর-কিশোরীরা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')