ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানালেন ধুমপান ত্যাগের সঙ্গে মানসিক সুস্থতার এক গভীর সংযোগসূত্র রয়েছে৷
চিকিৎসকেরা প্রায়ই মানসিক রোগীদের চিকিৎসার সময় তাদের ধুমপানের প্রবণতাকে এড়িয়ে যান৷ কিন্তু এই ধুমপান থেকেই মানুষের মনে অবসাদ, উদ্বেগ এবং বিষণ্ণতা আসতে পারে৷
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের গবেষক সেন্ট লুইস জানিয়েছেন যে মানুষেরা মানসিক সমস্যায় ভুগছেন বা নেশাগ্রস্থ হয়ে পড়েছেন তারা ধূমপান ছেড়ে দিলেই মানসিক সু্স্থতা লাভ করতে পারবেন৷
গবেষক দলের প্রধান প্যাট্রিকা এ ক্যাভাজোস-রেহ্ জানান, মানসিক সমস্যা দূর করা এমনিতেই কষ্টসাধ্য, তাপ উপর ধূমপানের প্রবণতা থাকলে তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে৷ তবে সাম্প্রতিক এই গবেষণাতে প্যাট্রিকা জানিয়েছেন, ধুমপান একেবারেই ছেড়ে দেওয়া বা পরিমাণ কমিয়ে দেয়া, মানসিক সমস্যা দূর করে মন ভাল রাখতে সহায়ক৷
সম্প্রতি এই গবেষণাটি পিজিওলজিক্যাল মেডিসিন-এর একটি জার্নালে প্রকাশিত হয়েছে৷- ওয়েবসাইট
সূত্র - natunbarta.com

