চোখে ময়লা পড়লে

হাত ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে সাবধানে চোখটি পরীক্ষা করে দেখতে হবে। যদি কনাটি দেখা পাওয়া যায়, তবে পরিষ্কার কাপড়ের কোনা দিয়ে তা সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে।
মাথায় আঘাত পেলে

মাথায় আঘাত পেলে যদি রক্তপাত না হয়, তবে আঘাতের স্থানে ঠাণ্ডা পানি বা বরফের সেঁক দিতে হবে। আঘাতের স্থান থেকে রক্তপাত হলে ক্ষত স্থান পরিষ্কার করতে যাবেন না। এতে রক্তপাত বেড়ে যেতে পারে এবং ময়লা জীবাণু ভেতরে ঢুকে ইনফেকশন করতে পারে। হালকা ব্যান্ডেজে রক্তপাত বন্ধের চেষ্টা করুন।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন

