আপনার মাথায় যতই খারাপ চিন্তা আসুক, লিখে ফেলুন কাগজে আর ছুঁড়ে ফেলুন ঝুঁড়িতে। মুছে ফেলুন আপনার বিষন্ন
মেজাজ, দূর করুন বদ মেজাজ। চেষ্টা করুন আজই।
হ্যা, ‘সাইকোলজিক্যাল সায়েন্স’ এর গবেষনামতে এই পদ্ধতিতে ৩০ সেকেন্ড কিংবা আরো কম সময়ে আপনার
মেজাজকে ভাল করতে পারেন। ওহাইও স্টেট ইউনিভারসিটি’র অধ্যাপক রিচার্ড পেটি বিষয়টিকে অত্যন্ত সাধারন
হিসাবে উল্লেখ করে বলেন, “মাঝে মাঝে খুব সাধারন বিষয়ও ভাল কাজ করে”।
অধ্যাপক পেটি’র গবেষনায় মোট ৮৩ জনকে তাদের খারাপ চিন্তা/ভাবনা কিংবা শরীরের খারাপ লাগাগুলো কাগজে
লিখতে বলেন। এরপর লেখা কাগজগুলোকে হয় ফেলে দিতে বলেন, নয় কাছে রেখে দিতে বলেন। যারা কাছে রেখে দিলেন
তাদের মেজাজের তেমন কোন বিশেষ পরিবর্তন হয় নি। কিন্তুযারা লেখার পর ফেলে দিয়েছিলেন, তাদেরকে বেশ
এই পরীক্ষায় এটা প্রমানিত হয় যে, শরীরের ভাল লাগা, মন্দ লাগার উপর মেজাজের ভাল-মন্দ নির্ভর করে – পেটি
পরবর্তিতে যখন কোন বিষয় আপনাকে উত্তেজিত করে তুলবে, আপনার মেজাজকে বিগড়ে দিবে, তখনই কাগজ-
কলম নিয়ে বসে যান, লিখে ফেলুন সেগুলো আর ছুঁড়ে ফেলুন ওয়েস্ট পেপার বক্সে। দেখবেন আস্তে আস্তে আপনার
কু-চিন্তাগুলো মিলিয়ে যাবে। যার মানে হল ব্রেইনে ঐসব চিন্তাগুলো জমিয়ে না রেখে দূরে সরিয়ে দেয়া। এবং শুভ
চিন্তাগুলোকে ভাবার সময় দেয়া – যেমনটি বলছিলেন অধ্যাপক পেটি।
উইমেনস হেলথ ম্যাগাজিন থেকে হেলথ প্রায়র ২১।

