home top banner

Health Tip

শরতে শিশুর পরিচর্যা
11 September,13
  Viewed#:   107

শরতেরমেঘ যতই লুকোচুরি খেলুক না কেন ঋতু পরিবর্তনের এ সময়টা অসুখ-বিসুখ কিন্তুঠিকই জানান দিয়ে আসে। বিশেষ করে শিশুদের বেলায়।তাইশরতেও শিশুদের জন্যচাই স্নেহমাখা সতর্কতার সঙ্গে বিশেষ যতœআত্তি। আরএ সময় শিশুর পরিচর্যাসম্পর্কে ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ মোশারফ হোসেন দিয়েছেনবেশ কিছু পরামর্শ।

ঋতু পরিবর্তনের এ সময়টায় একটু অসতর্কতায় শিশুরাআক্রান্ত হতে পারে নানা রকম অসুখে। শিশুরা যত রকম অসুখ-বিসুখে আক্রান্ত হয়তার মধ্যে সর্দি, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, হালকা জ্বর অন্যতম।শিশুরা যেহেতু নিজেরা নিজেদের যত্ন নিতে পারে না, মা-বাবার সতর্কতাই পারেশিশুকে এসব রোগবালাই থেকে দূরে রাখতে।

গরম থাকলেও হুট হাট করে আবারবৃষ্টি চলে আসায় শিশুদের ঠাণ্ডা অনুভুতি হয়। বিশেষ করে রাতে শিশুদের কখনওহালকা ঠাণ্ডা, কখনও আবার গরম অনুভূত হয়। ফলে শিশুরা বেশির ভাগই ভাইরাসজনিতসর্দি-কাশিতে আক্রান্ত হয়। এ থেকে আপনার শিশুকে দূরে রাখতে রাতে ঘুমানোরসময় শিশুর গায়ে হালকা সুতি কাপড় বা কাঁথা দিয়ে রাখুন। তবে শিশু ঘেমে যাচ্ছেকি না সেদিকেও খেয়াল রাখুন। শিশু ঘেমে গেলে ঘাম মুছে গায়ের কাপড় আলগা করেদিন। আর আপনার শিশু যদি সর্দি, কাশিতে আক্রান্ত হয়েই যায় তবে দুশ্চিন্তা নাকরে শিশুকে বিশ্রামে রাখুন। ঘরোয়া দাওয়াই হিসেবে তুলসীপাতা কিংবা আদার রস, আর মধু মিশিয়ে শিশুকে খেতে দিন। এতে আপনার সোনামণি খুব সহজেই সর্দি-কাশিথেকে মুক্তি পাবে। যেহেতু শিশুর এসব রোগবালাই ছোঁয়াচে, তাইপরিষ্কাররুমাল ব্যবহার করতে দিন।

গলা ব্যথা হলে হালকা কুসুম গরম পানিতে লবণমিশিয়ে দু-এক দিন বার বার গড়গড়া করিয়ে দিন।ভাইরাস জ্বরে আক্রান্ত হলেগায়ের কাপড় খুলে দিন। পানিতে কাপড় ভিজিয়ে গা মুছে দিন। ফ্যান ছেড়ে ঘরেরদরজা-জানালা খুলে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করে দিন।

বৃষ্টি হলেঠাণ্ডা লাগবে মনে করে শিশুকে গোসল করানো বন্ধ করানো যাবে না। বরংনিয়মিতগোসল করিয়ে দেয়া উচিত। তাহলেআর ঠাণ্ডা বসে যাবে না। তবে প্রতিদিন একই সময়গোসল করানো উচিত। আর গোসল শেষে হালকা করে পাউডার লাগিয়ে দিন। এতেবেশআরাম বোধ করবে। বৃষ্টিতে ভিজলে তাড়াতাড়ি ভালো করে শরীর ও চুল মুছে কাপড়পাল্টে দিন।

এ সময় বাসা-বাড়িকে জীবাণুমুক্ত রাখতে ঘরের মেঝে, দরজা, জানালা, আসবাবপত্র, বিছানা সবকিছু নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। শিশুরব্যবহার্য তৈজসপত্র, কাঁথা ও ন্যাপকিন সাবান দেয়ার সঙ্গে সঙ্গে স্যাভলন বাডেটল দিয়ে ধুয়ে ফেলতে হবে। গরম পানি দিয়েও মাঝে মধ্যে ধুতে পারেন।এ সময়শিশুর খাবারের প্রতিও যত্নবান হওয়া প্রয়োজন। যথেষ্ট পুষ্টির জন্য মাছ, ডিমসহ বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি খেতে দিন। তবে একই খাবার বার বার নাদিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেয়া উচিত। এতে শিশুর খাবারে অনীহা আসবে না। এ সময়শিশুকে পেয়ারা, আমড়া, কলা, আমলকীসহ বিভিন্ন মৌসুমি ফল খেতে দিতে হবে। এগুলোশিশুর ভিটামিন সি ঘাটতি পূরণ করবে। তাই খেয়াল করে প্রতিদিন অন্তত একটি ফলশিশুর খাবার তালিকায় রাখুন। ফল বার বার খেতে না চাইলে জুস করে দিতে পারেন।তবে তা বাড়িতেই তৈরি করে দিন। বাজারের কেনা কেমিক্যালের জুস থেকে শিশুকেযতটা সম্ভব দূরে রাখুন। তবে যাই খাওয়ানো হোক না কেন তার পাশাপাশি অবশ্যইপর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করাতে হবে।

সূত্র - যুগান্তর

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: চোখের জ্বালাপোড়ায় করণীয়
Previous Health Tips: 5 Natural tips to prevent hair loss

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')