
মিশ্র এক আবহাওয়া চলছে কিছুদিন থেকে। সকালে বৃষ্টির চেহারা দেখে বের হলেন ব্যস একটু পরই দেখা পেলেন চড়া রোদের। তারপরই পড়লেন গরমের কবলে। ঘামের প্যাচ প্যাচে ভাবের সাথে দুর্গন্ধও এমন সময়ে অস্বস্তির একটি বড় কারণ। তাই দুর্গন্ধ ঠেকাতে কিছু করণীয় কাজের কথা বলা যাক-
♦ প্রাথমিকভাবে দুর্গন্ধ কাটাতে দিনে অন্তত দু’বার স্নান করুন।
♦ পানিকে মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা কোলন, বাথ সল্ট বা এসেনশিয়াল অয়েল।
♦ গোসলের পর বাহুমূল, গলা সহ যেখানে ঘাম জমে সেখানে ডিওডোরেন্ট স্প্রে করতে পারেন।
♦ কব্জির পালস পয়েন্টে ফ্লোরাল পারফিউম লাগান।
♦ মেয়েরা ঠান্ডা দিন বা বিকেলের অনুষ্ঠানে চুলে বেলী বা জুঁই ফুলের মালা লাগাতে পারেন।
সূত্র -poriborton.com

