মানিকগঞ্জে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সেজান হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সেজান সদর উপজেলার গড়পাড়া গ্রামের কালা চান মিয়ার ছেলে। এদিকে এক মাস ধরে জেলার আধুনিক সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ বন্ধ। পাঁচ মাস ধরে হাসপাতালে নেই শিশু বিশেষজ্ঞ। অথচ শীত মৌসুম আসার সঙ্গে সঙ্গে সর্দি-জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন...

