নোবেল ফোরামে বাঙালি! তাও আবার স্বাস্থ্য-গবেষণায় সাফল্যের গল্প শোনাতে৷ ডায়ালিসিস চলাকালীন খাদ্যাভ্যাসের পরিবর্তন কীভাবে রোগীকে দ্রূত সুস্থ করে তোলে তাই নিয়ে গবেষণা৷ গবেষক কলকাতার বিখ্যাত নেফ্রোলজিস্ট ডা. প্রতিম সেনগুপ্ত৷ ১৩৭ জন রোগীর উপর পরীক্ষামূলক সমীক্ষা চালিয়ে প্রতিম খুঁজে পেয়েছেন চাঞ্চল্যকর তথ্য৷ খাদ্যাভ্যাসে পরিবর্তন ঠেকাতে পারে কিডনির অসুখ৷ এমনকি পথ্যে পরিবর্তন এনে ‘অ্যান্ড স্টেজ রেনাল ডিজিস' (ইএসআরডি)-এ আক্রান্ত রোগীকেও ভালো রাখা যায়! এমনই দাবি বেলভিউ ও আইএলএস-এর এই...

